জ্যেষ্ঠ নাগরিকদের ‘স্যার’ ডাকবেন মেয়র-কাউন্সিলররা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারা দেশেই নানাভাবে উদযাপন করা হচ্ছে। এতে বিশেষ একটি মাত্রা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কর্তৃপক্ষ। মেয়র মোঃ তাকজিল খলিফাসহ পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী এখন থেকে সেবা নিতে আসা জ্যেষ্ঠ নাগরিকদের ‘স্যার’ বলে ডাকবেন। এজন্য একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
আখাউড়া পৌরসভা সূত্রে জানা গেছে, মূলত ৬৫ বছর ও তারচেয়ে বেশি বয়সী নাগরিকদের করা হবে এই সম্বোধন। এভাবে জৈষ্ঠ্য নাগরিকদের বিশেষ সম্মান দেখানোর মাধ্যমে পরোক্ষভাবে স্মরণ করা হবে বঙ্গবন্ধুকে।
এমন ব্যতিক্রম উদ্যোগের প্রস্তাবটি মেয়র তাজকিল ৩ ফেব্রুয়ারি, সোমবার পৌরসভা পরিষদের সভায় উত্থাপন করেন। কাউন্সিলররা তাতে সম্মতি দেন। এরই প্রেক্ষিতে বিষয়টি মেনে চলার জন্য গতকাল অফিস আদেশ জারি করা হয়েছে।
মেয়র মোঃ তাকজিল খলিফা জানান, “মুজিববর্ষকে সামনে রেখেইে আমাদের এই উদ্যোগ। সরকার ৬৫ বছর বয়সীদেরকে বয়স্ক ভাতা দিচ্ছেন। এজন্য পৌরসভা কার্যালয় সেবা নিতে জ্যৈষ্ঠ নাগরিকরা নিয়মিতই আসা-যাওয়া করেন। এখন থেকে তাদের ‘স্যার’ সম্বোধন করার মাধ্যমে আমরা বিশেষ সম্মান দেব।”