Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
January 01, 2026

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JANUARY 01, 2026
ছোট কাঠের দোকান থেকে আন্তর্জাতিক বাজারে হাতিল

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
25 January, 2020, 04:00 pm
Last modified: 04 January, 2021, 05:04 pm

Related News

  • নতুন বিনিয়োগে চট্টগ্রামের ফার্নিচার শিল্পে ফের আশার সঞ্চার
  • অর্থনৈতিক মন্দায় কমেছে পুরানো জাহাজের আসবাবপত্র বিক্রি
  • অফার থাকলেও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি ফার্নিচার মেলায় 
  • রপ্তানিতে সম্ভাবনাময় ফার্নিচার খাত, প্রয়োজন নীতি সহায়তা 
  • ১৭তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধন

ছোট কাঠের দোকান থেকে আন্তর্জাতিক বাজারে হাতিল

এ প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৪ হাজার। রয়েছে ৭০টির বেশি নিজস্ব শোরুম। বছরে বিক্রি হচ্ছে ৫০০ কোটি টাকার কাছাকাছি। রফতানি হচ্ছে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশসহ অন্তত ২০টি দেশে।
আব্বাস উদ্দিন নয়ন
25 January, 2020, 04:00 pm
Last modified: 04 January, 2021, 05:04 pm

দেশে ফার্নিচার উৎপাদন ও রফতানির শীর্ষ প্রতিষ্ঠান হাতিল। ভারতে বিশাল বাজার দখলের পাশাপাশি ইউরোপের বাজারে বাংলাদেশি ফার্নিচারে অগ্রগামী প্রতিষ্ঠানটি। অথচ ১৯৮৯ সালে ছোট কাঠের দোকান থেকে যাত্রা একক মালিকাধীন এ প্রতিষ্ঠানটির। 

দেশের উদীয়মান মধ্যবিত্তকে টার্গেট করে পণ্য উৎপাদন, গুণগত মান ও ব্যতিক্রম মার্কেটিং ব্যবস্থা কোম্পানিটিকে শীর্ষে নিয়ে এসেছে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। 

হাতিল ফার্নিচারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, "দেশের নিম্নবিত্ত মানুষ সাধারণত কাঠ দিয়ে তৈরি করে নন ব্র্যান্ডেড ফার্নিচার ব্যবহারে অভ্যস্ত। অন্যদিকে উচ্চবিত্তের সংখ্যা খুবই কম। এ বিষয়টি মাথায় রেখেই হাতিল মিডল ক্লাসকে তাদের ক্রেতা হিসেবে চয়েজ করেছে।"

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের যাত্রার পর থেকেই সহনীয় মূল্যের ফার্নিচার তৈরি করছে। ফলে মধ্যবিত্তের হার বৃদ্ধির সঙ্গে ফার্নিচার বিক্রি বেড়েছে। 

জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার ফার্নিচারের বাজারে হাতিলের অংশীদারিত্ব ৫ শতাংশ। ২০০৮ সালে ১৭৫ কোটি টাকা বিক্রি হলেও কোম্পানিটির বর্তমানে বার্ষিক বিক্রি হয় প্রায় ৫০০ কোটি টাকা। বছরে প্রবৃদ্ধিও ১৫ শতাংশের কাছাকাছি। সারা দেশে বর্তমানে ৭০টির বেশি নিজস্ব শোরুমের পাশাপাশি ৩০০ বেশি ডিলারশিপ আউটলেটের মাধ্যমে পণ্য বিক্রি করছে হাতিল। ওডেন, মেলামাইন লেমিনেটেড চিড় বোর্ড, এমডিএফ, কেন ও মেটাল ফার্নিচারসহ হোম ও অফিসের প্রায় সব আইটেমের ফার্নিচার রয়েছে প্রতিষ্ঠানটির। 

নতুন নতুন ডিজাইন ও পণ্যের গুণগত মানের কারণে নিজেদের বাজার বাড়ছে বলে মনে করছেন সেলিম এইচ রহমান। 

তিনি বলেন, "জার্মানি ও আমেরিকা থেকে আমদানি করা রেড ওক এবং বিচ কাঠ দিয়ে দেশের কারিগররা তৈরি করেছেন অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার। 'স্লিম ইজ স্মার্ট' স্লোগানে নানা ডিজাইনের ফার্নিচার বাজারজাত করার কারণে ক্রেতারাও সহজে নিচ্ছে আমাদের ফার্নিচার।"

সেলিম এইচ রহমান আরও বলেন, "প্রতি বছরই নিত্য-নতুন একাধিক ডিজাইনের আসবাবপত্র বাজারে আনে হাতিল। নতুনত্ব আর আধুনিকতার সংমিশ্রণে হাতিলে নজর কাড়ে ক্রেতাদের।"

হাতিলের উত্থানে একটি বড় ভূমিকা ছিল এর বিপণন ব্যবস্থার। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপ করে পণ্য পছন্দের পদ্ধতি চালু করেছে কোম্পানিটি। ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে যেকোনো ফার্নিচার দেখার ব্যবস্থা রয়েছে এতে। অনলাইনে অর্ডার দেওয়ার সিস্টেমও চালু করেছে কোম্পানিটি। একই সঙ্গে হাতিল থেকে পুরানো ফার্নিচার বদলে নতুন ফার্নিচারও কেনা যায়।  

সেলিম এইচ রহমান বলেন, পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি বা পুরনো গহনা বদলে নতুন গহনার মতো একটি বিষয় হলো বাসা বা অফিসের পুরনো ফার্নিচার বদলে ফেলে নতুন ফার্নিচার দেওয়া।

মার্কেটিংয়ের পাশাপাশি দাম মধ্যবিত্তের হাতের নাগালে থাকায় হাতিল জনপ্রিয়তা বেড়েছে বলেও দাবি করেন সেলিম এইচ রহমান।

তিনি বলেন, "পণ্য কনজিউমের সঙ্গে দামের সম্পর্ক রয়েছে। আমরা একটি খাট তৈরি করেছি, যার দাম ১৬ হাজার টাকা। সে ক্ষেত্রে পণ্যের নকশা ও মান দারুণ দেওয়া হচ্ছে। ফলে মানুষ সাধারণ ফার্নিচার ছেড়ে আমাদেরটা অনেকেই পছন্দ করছেন।"

রাজধানীর হাতিলের একটি শোরুম। ছবি: সালাহউদ্দিন আহমেদ

পণ্য ডেলিভারি ও ভাল সার্ভিসের নিশ্চয়তা হাতিলের বিকাশে ভূমিকা রেখেছে বলে মনে করেন সেলিম এইচ রহমান। 

তিনি বলেন, "হাতিল ফার্নিচারের সব শাখায় পণ্য ডেলিভারির ব্যবস্থা রয়েছে। নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা ঢাকা শহরে এই সার্ভিস প্রদান করা হয়। এ জন্য আলাদা কোনো ডেলিভারি চার্জ প্রদান করতে হয় না।"

ওয়ারেন্টি ও সার্ভিসিং সেন্টারে বিষয়ে তিনি বলেন, "হাতিলের সব ফার্নিচারে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এক বছরের পরও সার্ভিস চার্জসহ সব ধরনের সেবা দেওয়া হয়। এছাড়া হাতিলের সব কাঠে রয়েছে ৫ বছর ঘুনমুক্ত থাকার ওয়ারেন্টি।" 

দেশের বাজারে বড় হওয়ার পাশাপাশি বিদেশের মার্কেটেও পাইওনিয়ার হাতিল। বর্তমানে দেশের মোট ফার্নিচার রফতানির প্রায় অর্ধেকই হাতিলের দখলে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন," অস্ট্রেলিয়া ও কানাডায় নিজস্ব শো রুম করে ফার্নিচার বিক্রি করা হাতিলই বাংলাদেশের প্রথম ফার্নিচার প্রস্তুতকারি প্রতিষ্ঠান। ভারতে হাতিলের ১৮টি ফ্র্যাঞ্চাইজি আছে। নেপালে দু'টি, ভুটানে একটি ও কানাডায় একটি ফ্র্যাঞ্চাইজি আছে। এ ছাড়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, থাইল্যান্ড, মিসর, রাশিয়া ও নেপালসহ অত্যন্ত ২০টি দেশে হাতিলের ফার্নিচার বিক্রি হচ্ছে। খুব শিগগিরই এটি ইউরোপের সব দেশের বাজারে প্রবেশের পরিকল্পনা রয়েছে।" 

হাতিলে উত্থানের গল্প তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে আমার প্রয়াত বাবা হাবিবুর রহমানের টিম্বার দোকান থেকে ব্যবসা শুরু করি। ১৯৮৯ সালে প্রথম হাতিল নামে একটি কাঠের দোকান দেই। ১৯৯০ সালের দিকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কয়েকটি দরজার অর্ডার পাই। তারা কাঠ কিনে নেওয়ার পরিবর্তে কারিগর দিয়ে ফার্নিচার বানিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এরপরই শুরু হয় নিজস্ব ফার্নিচার ব্যবসা। 

ওই ঘটনার পরই কয়েকজন কারিগর রেখে অর্ডারের ভিত্তিতে বাসায় গিয়ে ডিজাইন করা ও ফার্নিচার বানানো শুরু হয় হাতিলের। এভাবেই ধীরে ধীরে ব্যবসা শুরু হয় আমাদের। ১৯৯৫ সালে দরজার বাইরে গিয়ে প্রথম আলমারি ও খাট বানানো শুরু করে হাতিল। এরপরই ধীরে ধীরে হোম ফার্নিচারের সব আইটেমে প্রবেশ করে হাতিল। প্রথমে নিজস্ব কাঠ দিয়ে ফার্নিচার বানানো হলেও এখন শতভাগ বিদেশি কাঠ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে হোম, অফিস ও হাসপাতাল আইটেম মিলে ১০০০ এর বেশি ডিজাইনের ফার্নিচার উৎপাদন করছে হাতিল। 
 
দুইবার আধুনিকায়নের পর বর্তমানে হাতিলের কারখানাটি দেশের সর্ববৃহৎ ফার্নিচার কারখানা উল্লেখ করে সেলিম এইচ রহমান বলেন, আমাদের গাজীপুরের কারখানাটিতে একসঙ্গে তিন হাজার শ্রমিক কাজ করতে পারে। কারখানাটি সম্পূণরূপে পরিবেশবান্ধব। পুরো কারখানা ধুলিমুক্ত। হাতিলের পণ্যের ফিনিশিং লেকার পরিবেশ সহায়ক। তাই পরিবেশের কোনো ক্ষতি হয় না। এ ছাড়া আসবাব তৈরির সময় বের হওয়া টুকরা কাঠসহ অন্যান্য উপকরণ পুনরায় ব্যবহার করা হচ্ছে। 

হাতিলের সফলতা তুলে ধরে সেলিম এইচ রহমান বলেন, ধৈর্য ও ব্যবসার স্বাভাবিক গতি হাতিলকে শীর্ষস্থানে এনেছে। ফার্নিচার ক্যাটাগরিতে গত তিন বছর টানা শীর্ষ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার জিতেছে সর্বশেষ বছরসহ বেশ কয়েকবার। এ ছাড়া এইচএসবিসি গ্রিন অপারেশন ক্ল্যাইকেট অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি। 

(https://tbsnews.net/companies/timber-shop-going-global-39087)

 

Related Topics

টপ নিউজ

হাতিল / ফার্নিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে
  • আবুধাবিতে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (বামে) উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (ডানে)। ছবি: এসপিএ
    দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ছবি: বিএনপি মিডিয়া সেল
    স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
  • ছবি: সংগৃহীত
    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ছবি: খালেদ হোসেন পরাগ
    তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

Related News

  • নতুন বিনিয়োগে চট্টগ্রামের ফার্নিচার শিল্পে ফের আশার সঞ্চার
  • অর্থনৈতিক মন্দায় কমেছে পুরানো জাহাজের আসবাবপত্র বিক্রি
  • অফার থাকলেও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি ফার্নিচার মেলায় 
  • রপ্তানিতে সম্ভাবনাময় ফার্নিচার খাত, প্রয়োজন নীতি সহায়তা 
  • ১৭তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

2
আবুধাবিতে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (বামে) উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (ডানে)। ছবি: এসপিএ
আন্তর্জাতিক

দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত

3
ছবি: বিএনপি মিডিয়া সেল
বাংলাদেশ

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

4
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

6
ছবি: খালেদ হোসেন পরাগ
বাংলাদেশ

তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net