চার বিষয়ে জিরো টলারেন্স চট্টগ্রামের নতুন এসপির

চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেছেন, চারটি বিষয়ে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করবেন তিনি।
সোমবার বিকেলে চট্টগ্রামের হালিশহর জেলা পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেন তিনি।
এসপি বলেন, সাংবাদিকদের লেখনিতে সমাজের নানা চিত্র উঠে আসে। অনেক গুরুত্বপূর্ণ খবর আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যমের কাছ থেকে পায়। সে জন্য সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে সমাজের অনেক সমস্যা সহজে সমাধান হয়ে যাবে।
নিজেকে 'সাংবাদিকবান্ধব' দাবি করে এই কর্মকর্তা বলেন, "সাংবাদিকরা অবশ্যই সমাজের অসঙ্গতি তুলে ধরবে। আমরা সাংবাদিকদের দর্পন হিসেবে জানি।"
তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি-এই চারটি বিষয়ের ক্ষেত্রে কোনো ছাড় নয়। কোনো তদবির কিংবা সুপারিশ গ্রহণ করা হবে না। এই চার বিষয়ের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’
সেবাপ্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, "অনেকে অভিযোগ করেন, থানায় গিয়ে হয়রানির শিকার হতে হয়। আমরা সেই বিষয়গুলো দেখব। নাগরিকরা যেন সহজে সেবা পান সেটি নিশ্চিত করার চেষ্টা করব।"
তিনি বলেন, "এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা করতে হবে। নয়তো আমরা সেরাটা দিতে পারব না।"
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরাজুল টুটুলসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।