চট্টগ্রামের ৮০০ গার্মেন্টস কর্মীকে ইফতার দিলো পুলিশ-বিদ্যানন্দ

চট্টগ্রামে ৮০০ জন গার্মেন্টস কর্মীকে ইফতার দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া নিম্ন আয়ের এসব মানুষকে ইফতার সামগ্রী বিতরণে টিম কোতোয়ালীর নিজস্ব অর্থায়ন ছাড়াও সহযোগিতা করেছেন পাথরঘাটা ওমর আলী মার্কেটের মো. মহিউদ্দিন, মো. ইউসুফ আরমান, বিদ্যানন্দ এবং আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, করোনার এই সঙ্কটে নীরবেই যুদ্ধ করে যাচ্ছেন তারা।

তিনি বলেন, "আমরা কাজ করছি করোনা থেকে মানুষকে বাঁচাতে। আর উনারা কাজ করছেন দেশের অর্থনীতিকে বাঁচাতে। আমাদের হাতে কিছু ঢাল তলোয়ার থাকলেও উনারা লড়ছেন খালি হাতেই। তাদের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে আমাদের 'ভ্রাম্যমাণ ইফতার পার্টি'র মাধ্যমে অর্থনীতি রক্ষার 'সম্মুখভাগের' ৮০০ যোদ্ধাকে ইফতার বিতরণ করা হয়েছে।"
বিদ্যানন্দ চট্টগ্রামের স্বেচ্ছাসেবক ওমর ফারুক বলেন, বিদ্যানন্দ চট্টগ্রাম শাখা প্রতিদিন পাঁচ হাজার মানুষের ইফতার সামগ্রী বিতরণ করে। প্রতিদিন নগরের ৯টি থানা পুলিশের মাধ্যমে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার কোতোয়ালী পুলিশের মাধ্যমে পোশাক কারখানা শ্রমিকদের ইফতার বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।