খুলনা ও চট্টগ্রামে পাটকল শ্রমিকদের আমরণ অনশন, অসুস্থ অর্ধশতাধিক

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা ও চট্টগ্রামের পাটকল শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। দ্বিতীয় দিনের মতো চলা এ কর্মসূচিতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
আন্দোলনকারীরা বলছেন, প্রচণ্ড শীত ও ক্ষুধার কারণে তারা বেশি অসুস্থ হচ্ছেন। তবে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন তারা। অনশনে শ্রমিকদের পাশাপাশি তাদের স্ত্রী-সন্তানদেরকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
খুলনায় অনশনে অর্ধশতাধিক পাটকল শ্রমিক অসুস্থ
খুলনায় আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের অর্ধশতাধিক শ্রমিক। বুধবার (১১ ডিসেম্বর) সকালে অসুস্থ ৪ পাটকল শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শ্রমিকরা হলেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের হিরণ ও খায়ের এবং স্টার জুটমিলের বাবুল ও ক্রিসেন্ট জুটমিলের সুলতান। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা।
আন্দোলনে থাকা পাটকলগুলো হলো- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও জেজেআই জুট মিল।
কাঁথা-বালিশ, লেপ, কম্বল নিয়ে আমরণ অনশন পালনকারী শ্রমিকরা মঙ্গলবার তীব্র শীতের মধ্যে রাজপথে গণঅনশন করেন। শ্রমিকদের এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি থেকে না ফেরার ঘোষণাও দিয়েছেন তারা।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, প্রচণ্ড শীত ও ক্ষুধার কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। সমস্যা সমাধানে ঢাকায় মঙ্গলবার বৈঠক হলেও তা ফলপ্রসু না হওয়ায় শ্রমিকরা অনশন অব্যাহত রেখেছেন। যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।
চট্টগ্রামে আমিন জুট মিলের ৩ শ্রমিক অসুস্থ
আমিন জুট মিলে চলা আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় আমিন জুট মিলের তাঁত শাখার শ্রমিক মখলেছুর রহমান, বেসিং শাখার মকবুল হোসাইন ও স্পিনিং শাখার আবদুল মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা লাগাতার আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

জাতীয় শ্রমিক ফেডারেশন আমিন জুট মিল শাখার যুগ্ম সম্পাদক কবির হোসেন জানান, ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চলছে। ইতোমধ্যে তিনজন শ্রমিক অসুস্থ হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা কর্মসূচিতে অবস্থান করায় অনেক শ্রমিক দুর্বল হয়ে পড়েছে। রাতে তীব্র শীতের কারণে আরো শ্রমিক অসুস্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বুধবার বিকেলে আমিন জুট মিলে দিয়ে দেখা যায়, অনেক শ্রমিক অসুস্থ হয়ে মিল গেইটে শুয়ে আছেন। নারী শ্রমিকদের সন্তান নিয়ে অনশন কর্মসূচিতে অবস্থান করতে দেখা গেছে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, দাবি আদায় ছাড়া আমরা কাজে যোগ দেবনা, ঘরেও ফিরে যাবো না।
এর আগে ১১ দফা দাবিতে গেইট সভা, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছিলো। আন্দোলনের ধারাবাহিকতায় এবার আমরণ অনশন কর্মসূচী পালন করছে আমিন জুট মিলসহ চট্টগ্রামের আরও ৯টি পাটকলের শ্রমিকরা।