নিবন্ধন না পেয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে ‘আমজনতার দলের’ তারেক
নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন 'আমজনতার দল'-এর সদস্য সচিব মো. তারেক রহমান।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল চারটার পর নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে 'নিবন্ধনের দাবিতে আমরণ অনশন' লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি অবস্থান নেন।
অনশনে বসে তারেক রহমান বলেন, 'কোনো কারণ না জানিয়েই আমাদের দলকে নিবন্ধন থেকে বাদ দিয়েছে ইসি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।'
এর আগে আজ ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনতা পার্টি।
ইসি সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন আপত্তি ও দাবি নিষ্পত্তির পর নভেম্বরের মাঝামাঝি নিবন্ধিত দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
