করোনায় রামেকে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এ সকল মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের ১২ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং পাঁচজন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে, হাসপাতালে এখন করোনা ইউনিটে ২৮৮ জন ভর্তি আছেন। এর মধ্যে রাজশাহীর ১৪২, চাঁপাইনবাবগঞ্জের ১১১, নওগাঁর ১৫, নাটোরের ১৫, পাবনা ও কুষ্টিয়ার ৩ জন করে এবং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।