করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫)।
শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড়ভাই এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবদুর রব বলেন, মোরশেদুল আলম চিকিৎসাধীন অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে মারা গেছেন। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।
গত ১৭ মে মোরশেদুল আলমসহ এস আলম গ্রুপের পাঁচ ভাই ও একজন নারী করোনা আক্রান্ত হন। এরপর নগরের পাঁচলাইশ সুগন্ধা আবাসিকে একটি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে বৃহস্পতিবার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় মোরশেদুল আলমকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শুক্রবার চট্টগ্রামে ৫৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬১ জনের।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে এসব নমুনা পরীক্ষা হয়।