'একসঙ্গে তিন ডোজ টিকা পাওয়া' ওমর ফারুককে নেওয়া হলো পর্যবেক্ষণে

একইদিনে তিন টিকা নেওয়ার দাবি করা নারায়ণগঞ্জের ওমর ফারুককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পর্যবেক্ষণের জন্য আনা হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান।
তিনি জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে এখন পর্যন্ত তিনটি টিকা নেওয়ার বিষয়ে কোনও ধরনের প্রমাণ তারা পাননি। এছাড়া কোনও লক্ষ্মণ বা পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি বলে জানান তিনি।
তিন ডোজ টিকা নেওয়া যুবক বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন।
র্যাব সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন বলে জানান ডা. নজরুল ইসলাম খান।
এর আগে, গত মঙ্গলবার (২৭ জুলাই) বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ওমর ফারুক দাবি করেন যে, বিএসএমএমইউ টিকাদান কেন্দ্রের তিনটি বুথ থেকে তাকে তিনবার টিকা দেওয়া হয়েছে।