আড্ডাবাজদের খুঁজতে সাতক্ষীরা পুলিশের ড্রোন ব্যবহার

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে সাতক্ষীরায় আড্ডাবাজি বন্ধ করতে এবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ড্রোন ব্যবহার।
শুক্রবার সকালে কলারোয়া থানা পুলিশ এ ড্রোন ব্যবহার কার্যক্রম শুরু করে।
ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা। চায়ের দোকান খোলা ও আড্ডাবাজি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি শেখ মুনির-উল-গিয়াস বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের কবল থেকে সকলকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আড্ডাবাজদের আস্তানা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। যারা বাইরে ঘুরাঘুরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আড্ডাবাজদের আস্তানা খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। বাসায় থাকুন, নিরাপদ থাকুন।