আকিকা অনুষ্ঠান পণ্ড করে হতদরিদ্রদের মাঝে খাবার বিলিয়ে দিলেন এসিল্যান্ড

নিষেধাজ্ঞার মধ্যে গোপনে আয়োজন, আবার দাওয়াতও দেওয়া হয় আত্মীয়-স্বজনদের। মাংস-ভাতসত আত্নীয়স্বজনদের জন্য রান্নাবান্নাও সমাপ্ত। এবার আকিকা আয়োজনের আনুষ্ঠানিক খাওয়ার আয়োজনটুকু বাকি। সেই মুহূর্তেই সেনাবাহিনী নিয়ে বাড়িতে হাজির সাতক্ষীরার তালা উপজেলার এসিল্যান্ড খন্দকার রবিউল ইসলাম।
পণ্ড আকিকা অনুষ্ঠান, জরিমানা ২০ হাজার টাকা আর খাবার বিলিয়ে দেওয়া হলো গ্রামের হতদরিদ্রদের মাঝে। শুক্রবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, বাড়িতে ২০০-২৫০ জনের মত আয়োজন করা হয়। সেনা সদস্যদের নিয়ে বাড়িতে প্রবেশের সময় আমাদের দেখেই সতর্ক হয়ে যায় ওই পরিবার। অনুষ্ঠান আয়োজনের বিষয়টি তারা অস্বীকার করেন। পরে বাড়িতে খুঁজে পাওয়া যায় আকীকা আয়োজনের রান্না করা ডেকচি ভর্তি মাংস এবং তরকারি। পরে ভুল স্বীকার করে ওই পরিবার।
তিনি বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আত্নীয়দের জমায়েত বন্ধ করে রান্না করা মাংস-ভাত তরকারি প্যাকেটজাত করে এলাকার অসহায় দুস্থ মানুষদের মাঝে বিলি করে দেওয়া হয়েছে।