৬ দফা দাবিতে সাতক্ষীরায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলাব্যাপী এ কর্মবিরতি শুরু হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সদর শাখার সভাপতি মোশারফ হোসেন, স্বাস্থ্য সহকারী রমেশ সাহা, আব্দুর রহিম, আফজাল হোসেন ও শারমিন নাহার।
বক্তারা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। ক্ষমতায় আসা প্রত্যেক সরকার আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরবো না।"
তারা আরও জানান, কর্মবিরতির কারণে সারাদেশে প্রতিদিন প্রায় দেড় লাখ শিশু রুটিন ইপিআই টিকা থেকে বঞ্চিত হবে। আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রমও বন্ধ থাকবে, যেখানে পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। সরকার দ্রুত দাবি মেনে না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
তাদের দাবিগুলো হলো—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।