কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন।
কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন থেকে তারা তিন দফা দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন, প্রবেশ কার্ড ছাড়া রোগীর স্বজনদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক আনসার মোতায়েন।
মানববন্ধন শেষে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন।
হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, "আজ ও আগামীকাল কর্মবিরতি চলবে। আমাদের দাবি পূরণ হলে শনিবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন।"
এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীদের ভোগান্তি বেড়েছে। তবে হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, "হাসপাতালে প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তারা কর্মবিরতিতে গেলে রোগীদের দুর্ভোগ হবে—এটাই স্বাভাবিক। তবে রোগীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।"
