আইনে খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কি না দেখা হচ্ছে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো আইনি সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার ঢাকায় আইনজীবীদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
এর আগে আইনমন্ত্রী জানিয়েছিলেন, দুর্নীতির দুটি মামলায় দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত হওয়ায় আইন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেয় না।
তিনি আরও বলেন, বিএনপি যদি খালেদার চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে চায়, তারা তা করতে পারে, সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।
গত ১৩ নভেম্বর নানাবিধ স্বাস্থ্য জটিলতায় ভোগা ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২৮ নভেম্বর খালেদার মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, তার লিভার সিরোসিস ধরা পড়েছে এবং তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন।
খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেন।
কিন্তু সরকার বলছে, সাময়িক মুক্তির শর্ত অনুসারে তিনি বাংলাদেশ ছাড়তে পারবেন না।