অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন
এর আগে অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেছিলেন মরহুম মাহবুবে আলম। গত ২৭ সেপ্টেম্বর তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, তার পদটি শূন্য হয়ে পড়ে।

ফাইল ছবিটি সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৯৭২ সালের বাংলাদেশ আইনি কর্মকর্তা অধ্যাদেশের আওতায় জারি করা এক নির্বাহী আদেশে তার নিয়োগ চূড়ান্ত করেন, বলে সংযুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেছিলেন মরহুম মাহবুবে আলম। গত ২৭ সেপ্টেম্বর তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, তার পদটি শূন্য হয়ে পড়ে।