Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
January 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JANUARY 06, 2026
কেউ একটানা কথা বলতে থাকলে তাকে কীভাবে থামাবেন?

ফিচার

টিবিএস ডেস্ক 
01 March, 2022, 09:05 pm
Last modified: 01 March, 2022, 11:19 pm

Related News

  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • কারাগার থেকেই ভার্চুয়ালি হাজিরা দিলেন পলক, সালমান, আনিসুল, দীপু মনিসহ ২৪ আসামি
  • বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক
  • কর্মজীবী নারীদের জন্য ২০২৫ সালের সেরা দেশ কোনগুলো?
  • যে কারণে নিজের সন্তানদের কর্মক্ষেত্রে নিয়ে যান ইলন মাস্ক

কেউ একটানা কথা বলতে থাকলে তাকে কীভাবে থামাবেন?

ভার্চুয়াল আলোচনা সভা বা কথোপকথনে কিভাবে সময়মত কথা সারবেন, তারই কিছু টিপস থাকছে এখানে।
টিবিএস ডেস্ক 
01 March, 2022, 09:05 pm
Last modified: 01 March, 2022, 11:19 pm
সংগৃহীত প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারি আঘাত হানার আগে বিশ্বে কর্মক্ষেত্রের পরিবেশ ছিল ভিন্ন। আমরা প্রায়ই অফিসে বিভিন্ন মানুষের কথায় বিরক্ত বোধ করি কিংবা সহকর্মীর দীর্ঘ কথোপকথন মেনে নেওয়া অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। মহামারির আগে যখন সবাই অফিসে এসে কাজ করতো, তখন এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া অনেকটা সহজ ছিল। কেউ বিরতিহীন কথা বলতে থাকলে আপনি উঠে দাঁড়িয়ে ওই জায়গা ত্যাগ করতে পারতেন। এতে বোঝা যেত ওই দীর্ঘ কথোপকথনে আপনার কোনো আগ্রহ নেই। কিন্তু জুম মিটিং বা ফোনের ক্ষেত্রে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? কীভাবে কাউকে কথা বলা থেকে থামাবেন আপনি?

উত্তরটা হচ্ছে, পুরনো কৌশলই আরও সৃজনশীলভাবে কাজে লাগাতে হবে! ভার্চুয়ালি কাজের নানা সমস্যা নিয়ে কাজ করে ভার্চুয়ালওয়ার্কস। এটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডেবরা এ দিনোসেনজোর ভাষ্যে, "জুম মিটিং এর আলোচনা নিয়ন্ত্রণে রাখার ধরন সরাসরি মিটিং এর মতোই, কিন্তু এখানে আছে এক ভার্চুয়াল টুইস্ট!"

ভার্চুয়ালি কিভাবে সময়মত কোনো আলোচনা সভা বা কথোপকথন সারবেন, তারই কিছু টিপস থাকছে আজ পাঠকদের জন্য। 

শুরুতেই প্যারামিটার ঠিক করা 

জুম মিটিং এর শুরুতেই কি বিষয়ে আলোচনা বা মতামত গ্রহণ করা হবে এবং তার জন্য নির্ধারিত সময় কতক্ষণ, সেটি সবাইকে জানিয়ে দিতে হবে। 

ডেবরা দিনোসেনজো বলেন, "কোনো বিষয়ে কথা বলার ঠিক কতক্ষণ সময় মিটিংয়ে উপস্থিত ব্যক্তিদের হাতে আছে তা স্পষ্ট জানিয়ে দিন। ঠিক ঐ সময়ের মধ্যেই মিটিং শেষ করার চেষ্টা করুন। আলোচনার মাঝেই মিটিং এর মূল এজেন্ডা এবং অংশগ্রহণকারীদের সময়ের মূল্যের কথা স্মরণ করিয়ে দিন। তাই যেভাবেই হোক, নির্ধারিত সময়েই যেন মিটিং শেষ হয়, একথা সবাইকে বলুন।"

ব্রান্ডেইস বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের অধ্যাপক অ্যান্ডি মলিনস্কি বলছেন, কথোপকথন যদি ফোন কলে হয়, তাহলে কথার ইতি টানার পূর্বাভাস দেওয়া শ্রেয়।  

"যখন আমরা কাউকে খারাপ সংবাদ দিবো, আগেই তার পূর্বাভাস দেওয়া ভালো। যদিও সাধারণ কথাবার্তাকে খারাপ সংবাদের সাথে তুলনা দেওয়া চলে না, কিন্তু তাও এক্ষেত্রে অপরপক্ষের মনে হতাশা জন্ম নিতে পারে। তাই হুট করে ফোন রাখার কথা না বলে আগেভাগেই আভাস দিন যে আপনাকে যেতে হবে।"

যেমন- আপনি বলতে পারেন এভাবে, "আমি একজন সহকর্মীকে বলেছিলাম আর ১৫ মিনিটের মধ্যেই তার সাথে দেখা করবো। ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা চালিয়ে যাওয়া যায়।"

কথার মোড় ঘুরিয়ে দেওয়া

আলোচনার মধ্যে যদি কোনো ব্যক্তি একাই অনর্গল কথা বলতে থাকেন এবং মূল বিষয় থেকে সরে আসেন, তাহলে আলোচনার মোড় ঘুরিয়ে কথা শেষের দিকে নিয়ে আসতে হবে, বলেন বায়োলা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন স্টাডিজের সহযোগী অধ্যাপক জয় কুয়ালস।

তার ভাষ্যে, "এমনভাবে কথার মোড় ঘুরিয়ে দিতে হবে যাতে অপরপক্ষ আঘাত না পায়, কিন্তু সবাই আলোচনা শেষ করতে চাওয়ার ইঙ্গিতটা বোঝে। যারা একটানা কথা বলে চলেন কিংবা ভার্চুয়াল মিটিং এর ধরন সম্পর্কে অবগত নন, তাদের প্রতি অসম্মানজনক আচরণের মাধ্যমে আলোচনা শেষের বার্তা দেওয়া যাবে না।"

আরও একটি উপায় হতে পারে, বক্তাকে আলোচনার মূল এজেন্ডা বা উদ্দেশ্যের দিকে ফেরানো। কমিউনিকেশন ফার্ম সাকসেস ইন মিডিয়া'র প্রেসিডেন্ট জেস টডফেল্ড বলেন, "আপনার কথায় ব্যাঘাত ঘটাচ্ছি বলে দুঃখিত, কিন্তু আমি শুধু মনে করিয়ে দিতে চাইছি যে আমাদের হাতে খুব বেশি সময় নেই এবং মূল আলোচনাটা শেষ করতে হবে- এমনটা কাউকে বলা কোনো অপরাধ নয়। তারপর আপনি আসল আলোচনায় ফিরে যান, এভাবেই মানুষ পরিস্থিতিটা বুঝতে শেখে।"

ভিডিও টুল ব্যবহার 

ভিডিও মিটিং টুলস ব্যবহারের মাধ্যমে মিটিংয়ে অংশগ্রহণকারীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন হোস্ট।

দিনোসেনজো বলেন, "ভিডিও সংকেত ব্যবহারের মাধ্যমে কথা না বলেই আপনি বোঝাতে পারেন যে, মিটিং এর সময় শেষের দিকে। যেমন- ইংরেজি 'টি' অক্ষরের মতো হাত দেখিয়ে বা ঘড়ির ছবি সংবলিত একটি চিহ্ন দেখিয়ে কথা থামানো যায়। আর ওই সময়টায় হোস্ট বা দলনেতা আবারও আলোচনার নিয়ন্ত্রণ হাতের মুঠোয়  নিতে পারেন।"

আর যদি এসবের কিছুতেই কাজ না হয়, তাহলে 'মিউট' অপশন ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বুঝবেন যে তাদের কথা বলার সময় শেষ।

পরবর্তী সুযোগের কথা উল্লেখ

মিটিংয়ে অংশগ্রহণকারীদের যদি বলা হয়, তারা পরবর্তীতে আরেকদিনও তাদের বক্তব্য তুলে ধরতে পারবে, তখন কথোপকথন থামানো অনেক সহজ হয়ে যায়। নির্দিষ্ট আরেকটি দিন ও সময়ের কথা উল্লেখ করে ফলো-আপের বিষয়টি জানান। পরের দিনের মিটিং এ ওই এজেন্ডা যুক্ত করুন অথবা আলাদা মেইলের মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশের সুযোগ করে দিন। 

যোগাযোগ বিষয়ক কোচ ও প্রশিক্ষক আশিরা প্রোজাক বলেন, "অংশগ্রহণকারীদের বলুন, তাদের বক্তব্য কতটা মূল্যবান এবং আপনি সেটি বুঝতে পারছেন। পরেও ম্যাসেজ বা মেইলের মাধ্যমে কথা বলতে পারবে জানালে হয়তো তারা পূর্ণাঙ্গ আইডিয়া এক মিটিংয়েই শেয়ার করা থেকে বিরত থাকবে।" 

কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখতে চাইলে দীর্ঘ কথোপকথনের ইতি টানার দক্ষতা থাকা খুবই প্রয়োজনীয়। কথা বলার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া কোনো অন্যায় নয়, বরং প্রত্যেকের সময়ের মূল্যকে সম্মান করা।


সূত্র: ফাস্ট টকিং।

Related Topics

টপ নিউজ

ভার্চুয়াল / কর্মক্ষেত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
    ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের
  • ফাইল ছবি: রয়টার্স
    মোদি ভালো মানুষ, তবে আমাকে খুশি করা জরুরি ছিল: ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের
  • ছবি: টিবিএস
    ‘জুলাই যোদ্ধা’ সুরভীর রিমান্ড বাতিল ও ৪ সপ্তাহের জামিন, তদন্ত কর্মকর্তাকে শোকজ
  • মাহমুদ হাসান খান বাবু। ছবি: সংগৃহীত
    ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ফাইল ছবি: টিবিএস
    বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, কোন কোন বছরে ছিল?

Related News

  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • কারাগার থেকেই ভার্চুয়ালি হাজিরা দিলেন পলক, সালমান, আনিসুল, দীপু মনিসহ ২৪ আসামি
  • বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক
  • কর্মজীবী নারীদের জন্য ২০২৫ সালের সেরা দেশ কোনগুলো?
  • যে কারণে নিজের সন্তানদের কর্মক্ষেত্রে নিয়ে যান ইলন মাস্ক

Most Read

1
গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
অর্থনীতি

৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

2
ছবি: সংগৃহীত
খেলা

‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদি ভালো মানুষ, তবে আমাকে খুশি করা জরুরি ছিল: ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘জুলাই যোদ্ধা’ সুরভীর রিমান্ড বাতিল ও ৪ সপ্তাহের জামিন, তদন্ত কর্মকর্তাকে শোকজ

5
মাহমুদ হাসান খান বাবু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, কোন কোন বছরে ছিল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net