Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 10, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 10, 2025
পৃথিবী বদলে গেছে, তবু একই রকম আছে ১৯০ বছর বয়সী জোনাথন!

ফিচার

টিবিএস ডেস্ক
27 January, 2022, 12:20 pm
Last modified: 27 January, 2022, 02:02 pm

Related News

  • মিরপুরে অবৈধভাবে বিক্রি হওয়া ৫০ পাখি ও কচ্ছপ উদ্ধার, বিক্রেতা আটক
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • সেন্টমার্টিন সৈকতের সাগরে কচ্ছপের ১৮৩টি বাচ্চা অবমুক্ত
  • প্রজনন মৌসুমে কক্সবাজার সৈকতে আবারও ভেসে আসছে মৃত কচ্ছপ
  • ঢাকা বিমানবন্দরে বিরল প্রজাতির ৩০৫টি কচ্ছপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে আটক ১

পৃথিবী বদলে গেছে, তবু একই রকম আছে ১৯০ বছর বয়সী জোনাথন!

চলতি বছরের আগেও, ২০১৬ সালে একবার বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছিল জোনাথন। সেবার ১৮৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো গোসল করেছিল সে! 
টিবিএস ডেস্ক
27 January, 2022, 12:20 pm
Last modified: 27 January, 2022, 02:02 pm
কেউ কেউ বলে, জোনাথনের বয়স দুইশোরও বেশি। ছবি: মাথিয়াস ফ্যালকন

আর দশটা সাধারণ কচ্ছপের মতো নয় সে। গালভরা একটা নাম রয়েছে তার : জোনাথন দ্য জায়ান্ট টরটয়েজ। তবে এ তো কেবল শুরু। তার অসাধারণত্বের তালিকাটা এত লম্বা যে, শুনে হয়তো ভিমড়ি খাওয়ার জোগাড় হবে আপনার। 

জোনাথন যখন জন্মাল, রানী ভিক্টোরিয়া তখন নিছকই এক কিশোরী। কিন্তু সেই কিশোরীও বার্ধক্যে উপনীত হয়ে ৮১ বছর বয়সে মারা গেছেন। তারপর কেটে গেছে ১২০ বছরেরও বেশি সময়। কিন্তু এখনো বহাল তবিয়তে পৃথিবীর আলো-বাতাস উপভোগ করে চলেছে জোনাথন। 

বিশ্বের সবচেয়ে দুর্গম দ্বীপগুলোর একটি, সেইন্ট হেলেনায় বাস করে জোনাথন। সম্ভবত এ দ্বীপের জনপ্রিয়তম অধিবাসী সে। আর এ বছরই সে পালন করছে তার ১৯০তম জন্মদিন, যার মাধ্যমে সে বনে গিয়েছে সর্বকালের সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ। 

শুধু তা-ই নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে জোনাথন সর্বকালের সবচেয়ে বেশি বয়স্ক কেলোনিয়ানও -- যে গোত্রের অন্তর্ভুক্ত সকল সমুদ্রবাসী, নদীচর ও স্থলচর কচ্ছপই। 

অনুমান করা হয়, জোনাথনের জন্ম হয় ১৮৩২ সালের দিকে। ১৮৮২ সালে সিসিলি থেকে সেইন্ট হেলেনায় আগত স্যার উইলিয়াম গ্রে-উইলসনকে উপহার দেওয়া হয় এই কচ্ছপটি। স্যার উইলিয়াম পরবর্তীতে গভর্নরও হন। এরপর থেকে সেইন্ট হেলেনায় আরো ৩১ জন গভর্নর এসেছেন, চলেও গিয়েছেন। কিন্তু থেকে গেছে শুধু জোনাথন। 

অবশ্য অনেকেরই দাবি, জোনাথনের বয়স আসলে ১৯০-এরও বেশি। যেমন সেইন্ট হেলেনার ট্যুরিজম হেড ম্যাট জশুয়ার মতে, কেউ জোনাথনের প্রকৃত বয়স না জানলেও, সে এমনকি ২০০ বছর বয়সীও হতে পারে। 

জোনাথন দ্বীপে আসার পরপরই তোলা হয়েছিল এ ছবিটি। তখন তার বয়স কমপক্ষে ৫০। ছবি: সিএনএন

জোনাথনের বয়স সম্পর্কে আরো প্রশ্ন উঠেছে ১৮৮২ থেকে ১৮৮৬ সালের মধ্যে তোলা একটি পুরনো ফটোগ্রাফের কারণে। সেই ছবিতে দেখা যাচ্ছে, পুরোপুরি বেড়ে ওঠা জোনাথন সেইন্ট হেলেনার গভর্নরের বাসস্থান প্ল্যান্টেশন হাউজের বাগানে চরে বেড়াচ্ছে। মূলত এই বাড়িতেই জোনাথন তার জীবনের সিংহভাগ সময় কাটিয়েছে। 

জোনাথনের আগে সবচেয়ে বেশি বয়স্ক কেলোনিয়ান ছিল তুই মালিলা নামের একটি রেডিয়েটেড কচ্ছপ। সেটি অন্তত ১৮৮ বছর বেঁচে ছিল। ১৭৭৭ সালের দিকে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপটেন জেমস কুক টোঙ্গার রাজ পরিবারকে উপহার হিসেবে দেন তুই মালিলাকে। সে মৃত্যুবরণ করে ১৯৬৫ সালে। 

জোনাথনের জন্মের পর থেকে গত অন্তত ১৯০ বছরে পৃথিবী বদলে গেছে অনেক দিক থেকেই। প্রথম কোনো ব্যক্তির ফটোগ্রাফ তোলা হয় ১৮৩৮ সালে, ইনক্যান্ডিসেন্ট লাইটবাল্ব আবিষ্কৃত হয় ১৮৭৮ সালে, প্রথম শক্তিচালিত বিমান আকাশে উড়াল দেয় ১৯০৩ সালে, এবং ১৯৬৯ সালে প্রথম দুই মানবসন্তান হিসেবে চাঁদের বুকে পা রাখেন নিল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন। এছাড়াও ভুলে গেলে চলবে না, পৃথিবীবাসী সাক্ষী হয়েছে দুইটি বিশ্বযুদ্ধের, এবং আবির্ভাব ঘটেছে ইন্টারনেটেরও। 

এই এতটা সময় পরও, জোনাথনের জগৎ সীমাবদ্ধ কেবলই তিনটি আগ্রহে : খাওয়া, ঘুম ও সঙ্গম।

চলতি বছর সাড়ম্বরে পালিত হবে জোনাথনের জন্মদিন। ছবি: মাথিয়াস ফ্যালকন

তবে বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছে জোনাথন। তার বাঁ চোখটা অন্ধ হয়ে গেছে। নাক দিয়ে কোনো কিছুর ঘ্রাণও নিতে পারে না। তাই তার একদম সামনেও যদি খাবার রেখে দেওয়া হয়, তবু সেটা বুঝতে পারে না সে। ফলে অন্য কাউকে হাত দিয়ে তুলে খাবার খাইয়ে দিতে হয় তাকে। 

অবশ্য জোনাথনের শ্রবণশক্তি চমৎকার বলে জানাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তার চিকিৎসকের ডাকে নাকি খুব ভালোভাবেই সাড়া দিতে পারে সে। 

চিকিৎসক জো হলিনসের মতে, জোনাথনের কয়েকটি ইন্দ্রিয় নিঃশেষের পথে হলেও, তার শরীর এখনো শক্তি ও প্রাণপ্রাচুর্যে ভরপুর। যদিও আবহাওয়াভেদে শরীরের অবস্থার তারতম্য হয়ে থাকে। 

"নরম রোদের দিনগুলোতে সে হয়তো সানবাথ করবে -- খোলস থেকে সে তার লম্বা ঘাড় ও পাগুলো বের করে দেবে তাপ গ্রহণ করে সেগুলো নিজের সারাশরীরে পৌঁছে দিতে। 

কিন্তু অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায় সে পাতা বা ঘাস খুঁড়ে সারাদিন তার ভেতরেই বসে থাকবে। 

রানী ভিক্টোরিয়া ও তার পরিবারের সঙ্গে জোনাথন। ছবি: সিএনএন

তিনটি প্রকাণ্ড কচ্ছপ -- ডেভিড, এমা ও ফ্রেডের সঙ্গে বাস করে জোনাথন। তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাঁধাকপি, শসা, গাজর, আপেল ও অন্যান্য মৌসুমী ফল।

চলতি বছরের আগেও, ২০১৬ সালে একবার বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়েছিল জোনাথন। সে এক বড় অদ্ভুত কারণে। সেবার ১৮৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো গোসল করেছিল সে! 

এই মুহূর্তে সেইন্ট হেলেনা দ্বীপের কর্মকর্তারা পরিকল্পনা করছেন জোনাথনের জন্মদিন উদযাপনের। এ বছরই পরে কোনো এক সময় পালিত হবে তার জন্মদিন। সে উপলক্ষ্যে জোনাথনের নাম ও ছবি সম্বলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। দ্বীপের প্রত্যেক পর্যটককেই দেওয়া হবে একটি সার্টিফিকেট, যেখানে থাকবে জোনাথনের পায়ের ছাপের প্রথম ছবি। 

  • সূত্র: সিএনএন 
     

Related Topics

টপ নিউজ

কচ্ছপ / প্রাণীজগৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড্যাপ সংশোধন: ঢাকার কিছু এলাকায় ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে
  • প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, কার্যক্রম শুরু সেপ্টেম্বরে
  • “স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান”: হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন
  • সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক যেভাবে বিপর্যস্ত ব্যাংক খাতের রোগ নিরাময় করছে
  • গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
  • মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিরল মৃত্তিকা উত্তোলন ব্যাপকভাবে বেড়েছে, যাচ্ছে চীনে

Related News

  • মিরপুরে অবৈধভাবে বিক্রি হওয়া ৫০ পাখি ও কচ্ছপ উদ্ধার, বিক্রেতা আটক
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • সেন্টমার্টিন সৈকতের সাগরে কচ্ছপের ১৮৩টি বাচ্চা অবমুক্ত
  • প্রজনন মৌসুমে কক্সবাজার সৈকতে আবারও ভেসে আসছে মৃত কচ্ছপ
  • ঢাকা বিমানবন্দরে বিরল প্রজাতির ৩০৫টি কচ্ছপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে আটক ১

Most Read

1
বাংলাদেশ

ড্যাপ সংশোধন: ঢাকার কিছু এলাকায় ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে

2
বাংলাদেশ

প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, কার্যক্রম শুরু সেপ্টেম্বরে

3
বাংলাদেশ

“স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান”: হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

4
অর্থনীতি

সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক যেভাবে বিপর্যস্ত ব্যাংক খাতের রোগ নিরাময় করছে

5
বাংলাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

6
আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিরল মৃত্তিকা উত্তোলন ব্যাপকভাবে বেড়েছে, যাচ্ছে চীনে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net