২০২১ সালে বিশ্বের সেরা ১০ শহর
সৌন্দর্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইউরোপের নগরী প্রাগ। তবে, সৌন্দর্য ছাড়াও প্রতিটি শহরের রাতের জীবন, রেস্তোরাঁ, সাংস্কৃতিক আবহ ইত্যাদি মূল্যায়ন করা হয়েছে।

গ্রাগ। ছবি: গেটি ইমেজেস
২০২১ সালের বিশ্বের সেরা ১০ শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের টাইম আউট ম্যাগাজিন। বিশ্বব্যাপী প্রায় ২৭ হাজার শহুরে বাসিন্দার ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে এই তালিকা করেছে তারা।
জরিপে প্রতিটি শহরের রাতের জীবন, রেস্টুরেন্ট, সাংস্কৃতিক আবহ ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। একইসঙ্গে নগরবাসীদের মধ্যে গোষ্ঠীগত বা কমিউনিটি মূল্যবোধও মূল্যায়ন করা হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন গবেষকরা।
এক নজরে শহরগুলো দেখে নেওয়া যাক:
১০
টোকিও

টাইম আউটের সেরা শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে জাপানের টোকিও। ২০২১ সালের আগস্টে টোকিওর সেনসো-জি মন্দিরে দর্শনার্থীরা। ছবি: গেটি ইমেজেস
৯
পোর্তু

তালিকায় নয় নাম্বারে আছে পর্তুগালের উপকূলীয় শহর পোর্তু। টাইম আউটের মতে এই শহরে পাওয়া যাবে বন্ধুত্বপূর্ণ আবহ। পোর্তুর ডোম লুই ব্রিজ। ছবি: ওমর মার্কজ/ গেটি ইমেজেস
৮
তেল আবিব

আট নাম্বারে রয়েছে ইসরায়েলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগার তেল আবিব। ২০২১ সালের মার্চে তোলা ডাইজেনগফ স্কয়ারের ছবি। ছবি: ব্লুমবার্গ/গেটি ইমেজেস
৭
প্রাগ

টাইম আউটের মতে, মূল তালিকায় সাত নাম্বারে থাকলেও সৌন্দর্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইউরোপের চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। ২০২১ সালের মে মাসের ছবি। সূত্র: ব্লুমবার্গ/ গেটি ইমেজেস
৬
মন্ট্রিয়ল

জরিপ অনুসারে কানাডার মন্ট্রিয়লে আত্মপরিচয় নিয়ে সবচেয়ে বেশি স্বচ্ছন্দে থাকেন বাসিন্দারা। তালিকায় ছয় নাম্বারে রয়েছে মন্ট্রিয়ন। ২০২১ সালের মে মাসে প্লেটো-মন্ট-রয়্যাল পাড়ায় তোলা একটি ছবি। সূত্র: গেটি ইমেজেস
৫
নিউ ইয়র্ক

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সহনশীল পরিবেশের জন্য নিউ ইয়র্কের প্রশংসা করেছে টাইম আউট। একইসঙ্গে বিশ্বের ‘সবচেয়ে এক্সাইটিং’ শহর হিসেবে নিউ ইয়র্ককে ঘোষণা করেছে তারা। ২০২১ সালের জুনে তোলা ছবিতে দিগন্ত ঘেরা নিউ ইয়র্ক। ছবি: এএফপি/ গেটি ইমেজেস
৪
কোপেনহেগেন

ডেনমার্কের কোপেনহেগেনে নিশ্চিন্তে দিন কাটানো যায় বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। ২০২১ সালের জুনের তোলা ছবিতে পর্যটকদের প্রিয় স্থান কোপেনহেগেনের নাইহাভন। ছবি: এএফপি/ গেটি ইমেজেস
৩
ম্যানচেস্টার

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের শহর ম্যানচেস্টার। কমিউনিটি চেতনা ও বন্ধুত্বপূর্ণ আবহের জন্য সবচেয়ে সেরা শহর হিসেবে মনোনীত হয়েছে ম্যানচেস্টার। ভ্যালভেট হোটেলের বাইরে ২০২১ সালের এপ্রিলে তোলা একটি ছবি। সূত্র: অ্যান্থনি ডেভলিন/ গেটি ইমেজেস
২
আর্মস্টারডাম

ছোট ছোট খালের জন্য জনপ্রিয় নেদারল্যান্ডসের আমস্টারডাম। সবুজ প্রকৃতি আর টেকসই ব্যবস্থাপনার জন্য বহু সুনাম কুড়িয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা আর্মস্টারডাম। ২০২১ সালের আগস্টে তোলা ছবি। সুত্র: অস্কার গোনজালেজ/ গেটি ইমেজেস
১
সান ফ্রান্সিসকো

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সফল অবস্থানের কারণেই তালিকার শীর্ষে এসেছে এই শহরের নাম। সামাজিক দূরত্ব বজায় রেখেই শহরের বাসিন্দাদের ঘরের বাইরে উদযাপন করতে দেখা গেছে। টাইম আউট সান ফ্রান্সিসকোকে ২০২১ সালে বিশ্বের সেরা শহরের উপাধি দিয়েছে। ছবি: ব্লুমবার্গ
- সূত্র: সিএনএন