মাদক, মোহ, নারী: মাঠের বাইরে কিংবদন্তীর জীবন

দিয়েগো ম্যারাডোনা। ফুটবলের মাঠে যিনি বদলে দিয়েছিলেন কিংবদন্তী'র চিরাচরিত সংজ্ঞা। যাকে বলা হয় 'ফুটবলের ইশ্বর'। কিন্তু মাঠের বাইরে তার জীবন ছিল ভিন্নরকম। ফুটবলাররা নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হয়ে নিয়মের ঘেরাটোপে নিজেদের আটকে রাখলেও অনেকটাই ভিন্ন ছিলেন ম্যারাডোনা। মাদক, মোহ এবং নারীসঙ্গ ভীষণভাবে উপভোগ করতেন এই মহাতারকা। আর তাই শেষজীবন পর্যন্ত বিতর্ক কখনো তার পিছু ছাড়েনি।
সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত আর্জেন্টিনার এই কিংবদন্তি, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বুয়েনস আইরেসে নিজের বাড়িতে মারা যান। অথচ মাত্র সপ্তাহ দুয়েক আগেই মস্তিষ্কের সফল অস্ত্রোপচার শেষে ঘরে ফিরেছিলেন তিনি।
স্পেনের বার্সেলোনা এবং ইতালির নেপোলিসহ বিশ্বের সবচেয়ে নামকরা কয়েকটি ক্লাবের হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হয়ে ১৯৮৬ সালে দেশকে এনে দেন বিশ্বকাপ।
১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 'হ্যান্ড অফ গড' নামের গোলটি করেছিলেন তিনি। একই ম্যাচের ইংল্যান্ডের ৫ খেলোয়াড়কে কাটিয়ে আরেকটি গোল দেন তিনি যা ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত।
কিন্তু মাঠের ম্যারাডোনা যতোটা দুর্দান্ত মাঠের বাইরে ততোটাই বিতর্কিত তিনি তার বিশৃঙ্খল আর স্বেচ্ছাচারী জীবনযাপনের জন্য।















