কানাডায় প্রকৌশলী কাদিরের কৃতিত্ব

অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওসায়েন্টিস্ট অব আলাবার্টার (এপিইজিএ) ক্যালগেরি শাখার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কাদির। তিনি বাংলাদেশি বংশোদ্ভুত একজন কানাডীয় প্রকৌশলী। একই সংগঠনে তিনি এর আগে দুইবার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। তার আগে কোনো বাংলাদেশি ওই পদে নির্বাচিত হননি। উল্লেখ্য, প্রকৌশলী ও জিওসায়েন্স (ভূবিজ্ঞান, যা পৃথিবী ও বায়ুমণ্ডলের গাঠনিক ও রাসায়নিক নিয়সমূহ নিয়ে কাজ করে) পেশাজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ওই এপিইজিএ।
ধাম ও পরিচিতি
প্রকৌশলী মোহাম্মদ কাদিরের জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৬ সালে ডিগ্রি অর্জন করেন। পড়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। তারপর ১৫ বছর দেশেই কর্মরত ছিলেন। এখন তিনি কানাডার ক্যালগেরিতে সানকো ইনকরপোরেটেডের (তেল কোম্পানী) ঊর্ধ্বতন প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন।
তিনি একইসঙ্গে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি এবং সিলেট অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সহ-সভাপতি।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "বিশ্বের বুকে লাল-সবুজ পতাকাকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এই সম্মান পুরো বাঙালি জাতির। আমি চাই প্রচুরসংখ্যক প্রবাসী এদেশে এসে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা পালন করুক, পাশাপাশি আমাদের প্রবাসীদেরকেও বাংলাদেশের সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।"