অবসর নিয়ে স্ত্রীর দেওয়া ঝাঁঝালো স্ট্যাটাস দেখেননি মুশফিক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১০৪ রান করার পথে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সেঞ্চুরির পর মুশফিক যখন ড্রেসিং রুমে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তখন ঝাঁঝালো এক স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। তবে এ নিয়ে কিছুই জানেন না মুশফিক।
এর আগে মুশফিকের দল থেকে বিদায় নেওয়া বা নির্দিষ্ট ফরম্যাট থেকে অবসরের প্রসঙ্গে আলোচনা উঠেছিল। মুশফিকের ভাবনা জানার ব্যাপারটি উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বুধবার সেঞ্চুরি করতেই মুশফিকের সেজদাহ দেওয়া একটি ছবি পোস্ট করে তার স্ত্রী যেন এসবের উত্তর দিতে চাইলেন।
জান্নাতুল কিফায়াত তার স্ট্যাটাসে লিখেছেন, 'আমরা হাসি মুখেই বিদায় নিবো ইনশা আল্লাহ! তবে আপনাদের বিকল্প আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!'
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি সম্পর্কে মুশফিকের কাছে জানতে চাওয়া হয়। কিন্ত কিছুক্ষণ আগেই খেলা শেষ হওয়ায় স্ত্রীর স্ট্যাটাস দেখা হয়নি তার। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বললেন, 'প্রথমত আমি দেখিনি আসলে। এখন দেখলে তারপরও বলতে পারব ও কী লিখেছে এবং কেন লিখেছে।'
মাঠের ক্রিকেট নিয়ে সব সময়ই ব্যস্ত থাকতে ক্রিকেটারদের। মাঠের বাইরের বিষয়ে মনোযোগ দেওয়ার সুযোগ নেই জানিয়ে মুশফিক বলেন, 'মাঝে মাঝে একটু হলেও খারাপ লাগে। খেলোয়াড়রা ইতিবাচক কিছু প্রত্যাশা করে। কেউ যদি বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে থাকেন, তারা যদি আরও পরিণত হতে পারেন তাহলে ক্রিকেটারদের জন্য অনেক ভালো।'
'আমরা সিনিয়র, আমরা আর খুব বেশি দিন খেলব না। এটা একটা সংস্কৃতির ভেতর দিয়ে যায়। আমি মনে করি জুনিয়র যারা আছে, আমরা যদি তাদের সাপোর্ট করি, তারা এখান থেকে আরও অনুপ্রাণিত হতে পারবে। কারণ মাঠে আমাদের এতো কিছু করতে হয়, এখন মাঠের নিয়ে যদি ভাবতে হয়; তাহলে কঠিন হয়ে যাবে মাঠে কাজ করা।' যোগ করেন মুশফিক।