জ্ঞান ফিরেছে তামিমের, ডাকে সাড়া দিচ্ছেন

ম্যাসিভ হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় এনজিওগ্রাম করানো হয় তার। ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়। রিং পরানোর পর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছিল, তখনও শঙ্কামুক্ত ছিলেন না তামিম।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অবস্থার উন্নতি হয়েছে দেশসেরা এই ব্যাটসম্যানের। জ্ঞান ফিরেছে তামিমের, ডাকে সাড়া দিচ্ছেন তিনি। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'জ্ঞান ফিরেছে তামিম ইকবালের, তাকে সিসিইউতে রাখা হয়েছে। তামিমের জন্য সবাই দোয়া করবেন।'
ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে একই তথ্য দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তিনি বলেছেন, 'ফাইনাল আপডেট হচ্ছে, ও দ্রুতই রেসপন্স করছে। সব কিছুই পজিটিভ। ২৪ ঘণ্টার আগে তো শঙ্কামুক্ত বলা যাবে না। তবে অবস্থার উন্নতির হচ্ছে তার। এখনও অফিশিয়ালি কিছু বলা যাবে না। রেসপন্স করছে সে।'
বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামার আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়।
আজ তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচটি খেলতে বিকেএসপিতে যান দলটির অধিনায়ক তামিম, টসও করেন। কিন্তু এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যে কারণে মাঠে নামা হয়নি তার। দ্বিতীয় দফায় স্থানীয় হাসপাতালে যাওয়ার পর তাকে ঢাকা আনার জন্য হেলিকপ্টারও নেওয়া হয়। কিন্তু হেলিকপ্টারে তোলার মতো অবস্থা ছিল না বলে তামিমকে সেখানেই চিকিৎসা দেওয়া হয়।
আজ বিসিবির বোর্ড সভা ছিল, তামিমের অসুস্থতার খবরে সভাটি স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজন পরিচালক সেখানে আছেন। হাসপাতালে আছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকী ও বড় ভাই নাফিস ইকবাল।