মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় মাঠেই বুকে ব্যথা অনুভব করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মেডিকেল কর্মকর্তা ড. দেবাশীষ চৌধুরী দুপুরে সাংবাদিকদের বলেন, গাজীপুরের কাশিমপুরে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পৌঁছানোর পর, চিকিৎসকরা তামিমের বিভিন্ন পরীক্ষা করেন। এর মধ্যে একটি অ্যাঞ্জিওগ্রাম ছিল। এতে তামিমের হৃৎপিণ্ডে ব্লক শনাক্ত হয়। ব্লকের কারণে সকালে তার দুটি হার্ট অ্যাটাক হয়েছিল।
কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, "তামিম ইকবাল আজ সকালে ৯:৩০টার দিকে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য আনা হয়। প্রথমে আমরা তাকে ঢাকায় স্থানান্তরের কথা ভাবছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তার অবস্থার অবনতি হওয়ার পর তাকে আবার জরুরি অবস্থায় হাসপাতালে আনা হয়।"
চিকিৎসক জানান, প্রয়োজনীয় মেডিকেল প্রক্রিয়া, যেমন অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট স্থাপন দ্রুত সম্পন্ন করা হয় এবং তার অবস্থা স্থিতিশীল হয়েছে।
ড. রাজীব বলেন, "স্টেন্টিং প্রক্রিয়া সুন্দরভাবে ও দক্ষতার সাথে সম্পন্ন হয়েছে। ব্লক এখন পরিষ্কার করা হয়েছে। যদিও তার অবস্থার উন্নতি হয়েছে, তিনি এখনো পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা এখনও সংকটজনক, পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগবে।"
তিনি আরও বলেন, "আমরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তার সুস্থতার জন্য সবকিছু করছি।"
হাসপাতালের পিআরও আবুল হাসান টিবিএস-কে জানিয়েছেন, তামিম ইকবালকে প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে আবারও হাসপাতালে আনা হয়েছিল।
এদিকে, তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়, তামিমকে 'নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।'
এর আগে, বিকেএসপি'র পাবলিক রিলেশন অফিসার মো. আশরাফুজ্জামান টিবিএসকে জানিয়েছিলেনছিলেন, আজ সকালে মোহামেডান এবং শাইনপুকুরের খেলার সময় টস করার পরে তিনি (তামিম) অসুস্থ বোধ করেন। পরে নিজে থেকেই কেপিজে হাসপাতালে যান তামিম। পরে কিছুটা সুস্থ বোধ করার পর তিনি জানান, তিনি সেখানে থাকবেন না, গেলে এভারকেয়ারে যাবেন। পরে আবার বিকেএসপিতে ফিরে যান।'
আশরাফুজ্জামান আরও বলেন, 'এর মধ্যে হেলিকপ্টার কল করা হয়। পরে বিকেএসপিতে ফিরে যাওয়ার পর তিনি আরও বেশি অসুস্থ বোধ করেন এবং এসময় তার মুখ দিয়ে ফেনা উঠে যায়। পরে তাকে দ্রুত আবার কেপিজেতে নিয়ে আসা হয়।'
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু টিবিএসকে বলেন, 'বুকে ব্যাথা হওয়ায় তামিমকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, মাঠে হেলিকপ্টারও আনা হয়েছে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থা তার নেই। তাই এখানেই চিকিৎসা চলছে তার।'
বিকেএসপি সুত্র জানায়, ইতোমধ্যে তামিমের পরিবারের সদস্যরাও হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন।
তামিমের অসুস্থতার কারণে আজকের জন্য বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। তামিমের চাচা আকরাম খানসহ বেশ কয়েকজন বিসিবি কর্মকর্তা হাসপাতাল পরিদর্শন করেছেন।
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসও তামিমের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন।
প্রধান উপদেষ্টার পক্ষ হতে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন।
নিজাম উদ্দিন জানিয়েছেন, তামিমকে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা জানার জন্য দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করা হয়।
বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য যে কোনো সহায়তার জন্য প্রস্তুত।
তামিম বাংলাদেশ দলের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার গৌরবময় ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।