Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 09, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 09, 2025
ফুটবল থেকে ফর্মুলা ওয়ান, রুশ আগ্রাসনের প্রতিবাদে সরব বিশ্ব ক্রীড়াঙ্গন  

খেলা

টিবিএস ডেস্ক
25 February, 2022, 04:20 pm
Last modified: 25 February, 2022, 04:34 pm

Related News

  • ফরিদপুরে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ, ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানীর
  • হোমনা-মেঘনা আসন বহালের দাবিতে ২য় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  • আদালতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানালো ডিআরইউ
  • সাংবাদিকদের উপর ‘জুলাই যোদ্ধা’ গোষ্ঠীর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৭ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি; পদবঞ্চিতদের বিক্ষোভ, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিবাদ

ফুটবল থেকে ফর্মুলা ওয়ান, রুশ আগ্রাসনের প্রতিবাদে সরব বিশ্ব ক্রীড়াঙ্গন  

গতকাল বৃহস্পতিবার স্থল, নৌ ও আকাশপথে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়েছে রাশিয়া যা ক্রীড়াঙ্গনকে ক্ষুদ্ধ করে তুলেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ বছর সেন্ট পিটার্সবুর্গে হচ্ছে না উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
টিবিএস ডেস্ক
25 February, 2022, 04:20 pm
Last modified: 25 February, 2022, 04:34 pm
ইউরোপা লিগের ম্যাচে ইউক্রেনে যুদ্ধ চাই না বলে বিশ্বের কাছে আবেদন করেন রুসলান মলিনোভস্কি। ছবি: টুইটার

ইউক্রেনের উপর রুশ আগ্রাসন ও আক্রমণের নিন্দা জানিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফুটবল থেকে শুরু করে ফর্মুলা ওয়ান পর্যন্ত উঠেছে প্রতিবাদের ঝড়। যুদ্ধের ময়দানে যাওয়ার ক্ষমতা না থাকলেও নিজেদের জায়গা থেকে ইউক্রেনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন খেলোয়াড়েরা। ইতোমধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে ভ্লাদিমির পুতিনের দেশকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে একাধিক ক্রীড়া সম্প্রদায়। ফর্মুলা ওয়ান ড্রাইভাররাও মনে করেন, এবছর রাশিয়ায় এমন একটি প্রতিযোগিতা আয়োজ়ন করা উচিত হবে না।

গতকাল বৃহস্পতিবার স্থল, নৌ ও আকাশপথে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়েছে রাশিয়া যা ক্রীড়াঙ্গনকে ক্ষুদ্ধ করে তুলেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ বছর সেন্ট পিটার্সবুর্গে হচ্ছে না উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। 

শুক্রবার এ বিষয়ে উয়েফা কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ও বৈঠকের সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, এই বৈঠকে ভূ-রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করা হবে। ২৮ মে'র সেই কাঙ্ক্ষিত ফাইনাল আদৌ রাশিয়ায় হবে কিনা সেটিও নিশ্চিত করা হবে এই বৈঠকে।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ আসরের ফাইনাল আয়োজিত হবার কথা ছিল সেন্ট পিটার্সবুর্গের গাজপ্রম অ্যারেনায়। ফাইনালের স্পন্সর হিসেবে রাশিয়ার স্টেট এনার্জি কোম্পানির সাথে চুক্তিও হয়ে গিয়েছিল। একই কোম্পানি চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হিসেবেও আছে।

We stand with Ukraine! ✊ ?? ? pic.twitter.com/aTt9ewX8GC— SK Slavia Praha ??? (@slaviaofficial) February 24, 2022

এক বিবৃতিতে গভর্নিং বডি জানায়, "এই মুহূর্তে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর পাশাপাশি উয়েফাও উদ্বেগ প্রকাশ করছে। সেই সাথে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক হামলারও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। ইউক্রেনের ফুটবল সম্প্রদায়ের সাথে আমরা সংহতি প্রকাশ করছি এবং ইউক্রেনের জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেও প্রস্তুত আছি।"

জার্মান ফুটবল ক্লাব শালকে ০৪ এর সাথে ১৫ বছরের পার্টনারশিপ গাজপ্রমের। কিন্তু ইউক্রেনে আক্রমণের পর ক্লাবটি জানিয়েছে, তারা তাদের জার্সি থেকে প্রতিষ্ঠানটির লোগো সরিয়ে নেবে। অন্যদিকে, গাজপ্রমের মালিকানাধীন নর্ড স্ট্রিম ২ এজি'র প্রধান কার্যনির্বাহী ম্যাথিয়াস ওয়ার্নিং প্রতিবাদস্বরূপ তার পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন।

পুরুষদের টেনিস গভর্নিং বডি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আগামী সপ্তাহের এটিপি চ্যালেঞ্জার ইভেন্ট মস্কোতে অনুষ্ঠিত হবে না।

'ইউক্রেনে যুদ্ধ চাই না'

বৃহস্পতিবার ইউরোপা লিগে আটলান্টা-অলিম্পিয়াকোসের ম্যাচে বিশ্ববাসীর কাছে আবেদন জানান ইউক্রেনের জাতীয় দলের ফুটবলার রুসলান মলিনোভস্কি। আটলান্টার হয়ে প্রথম গোলটি করার পর জার্সির নিচ থেকে টি-শার্ট প্রদর্শন করেন তিনি, যেখানে লেখা ছিল 'ইউক্রেনে যুদ্ধ চাই না।'

ম্যাচের ৬৬ মিনিটে দেশের মানুষের হয়ে এ আবেদন জানান ২৮ বছর বয়সী মলিনোভস্কি।

বার্সেলোনা-নাপোলির ম্যাচে খেলোয়াড়দের ইউক্রেনের সাথে সংহতি প্রকাশ। ছবি: রয়টার্স
 

একই দিনে বার্সেলোনা-নাপোলির ম্যাচ শুরুর আগে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতে 'কোনো যুদ্ধ নয়' ব্যানার নিয়ে দাঁড়ান দুই ক্লাবের খেলোয়াড়েরা।

"I wanted to support my country. I've thought a lot about it and I'm scared of the current situation."

Ukraine striker Roman Yaremchuck after Benfica's 2-2 draw v Ajax in #UCL.

The white crest on his shirt signifies a protest against the Russian threat to his homeland.#Putin pic.twitter.com/0ZSa2YDkWA— DW Sports (@dw_sports) February 24, 2022

বুধবার ইউরোপা লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে দেশের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মলিনোভস্কির জাতীয় দলের সতীর্থ রোমান ইয়ারেমচাক।

'আমার যাওয়া উচিত নয়'

বিভিন্ন খেলার সঙ্গে জড়িত অ্যাথলেটরাও রাশিয়া ভ্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

চারবারের ফর্মুলা ওয়ান বিজয়ী সেবাস্টিয়ান ভেটেল জানিয়েছেন, তিনি আসছে সেপ্টেম্বরের গ্র্যান্ড পিক্সিতে অংশ নেবেন না। কারণ তিনি রাশিয়া গিয়ে খেলাকে সমর্থন করেন না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টাপেনও তার সাথে একমত।

ভেটেল বলেন, "ইউক্রেনের নিরীহ মানুষদের প্রাণহানিতে আমি শোকার্ত। অর্থহীন কিছু কারণে ও পাগলামি নেতৃত্বের কারণে তারা মারা যাচ্ছে।"

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ফর্মুলা ওয়ান দল 'হ্যাজ' জানিয়েছে, তারা তাদের গাড়িগুলো থেকে রাশিয়ান প্রতিষ্ঠান উরালকালি'র নাম সরিয়ে নিবে।

অলিম্পিকের চুক্তি ভঙ্গ

ইউক্রেনের উপর আক্রমণের মাধ্যমে আরও একবার অলিম্পিকের নিয়মভঙ্গ করেছে রাশিয়া। এর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

এ নিয়ে গত ১৪ বছরে রাশিয়া তিনবার অলিম্পিকের নিয়ম ভঙ্গ করলো রাশিয়া।

এর আগে ২০০৮ সালের বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় জর্জিয়ার সাথে যুদ্ধে জড়ায় রাশিয়া এবং ২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিক শেষে ক্রিমিয়া ইস্যুতে আরেকবার নিয়মভঙ্গ করে তারা।

'আমাদের জন্য প্রার্থনা করুন'

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াক্ষেত্রেও। মার্শাল ল জারি করায় স্থগিত আছে ইউক্রেনের প্রিমিয়ার লিগ। ফলে নিরুপায়-অসহায় অবস্থায় আটকে আছেন শাখতার দোনেস্কের ইতালিয়ান কোচ রবার্তো দে জেরবি, তার সহকর্মী ও ১৩ ব্রাজিলীয় খেলোয়াড়।

We'll withstand it! ??#Ukraine pic.twitter.com/ivrDV4byBq— FC SHAKHTAR ENGLISH (@FCShakhtar_eng) February 24, 2022

"নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ ভালো ছিল, আমরা নিজ দেশে চলে যেতে পারতাম। কিন্তু আমরা অপেক্ষা করেছি। গতকাল সকালে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙ্গেছে আমার", বলেন জেরবি।
ব্রাজিলীয় বংশোদ্ভুত ইউক্রেনীয় ফরোয়ার্ড জুনিয়র মোরেস বলেন, তারা কিয়েভে এক রকম কয়েদীর মতোই আছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, "আমাদের জন্য প্রার্থনা করুন।'

সূত্র: রয়টার্স ও ডয়েচে ভেলে

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / ক্রীড়াঙ্গন / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হিমালয় অঞ্চলের লাদাখে সংবিধানগত সুরক্ষা ও পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে অনশনরত অবস্থায় সোনম ওয়াংচুক; ২১ মার্চ ২০২৪। ছবি: রয়টার্স
    লাদাখ বিক্ষোভের নেতা, ‘থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চো’ খ্যাত সোনম ওয়াংচুক কীভাবে ‘ভারতীয় নায়ক’ থেকে ‘রাষ্ট্রদ্রোহী’ হয়ে উঠলেন?
  • ফুলের তোড়ায় বিষাক্ত পার্থেনিয়াম। ছবি: টিবিএস
    পাপড়ির আড়ালে বিষ: ফুলের মালায় ঢুকে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম
  • উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তার সঙ্গে আসা কর্মকর্তাদের পরে একাধিক মোটরসাইকেলে পরিদর্শন চালিয়ে যেতে দেখা গেছে। ছবি: ফোকাস বাংলা
    ঢাকা-সিলেট মহাসড়ক: দুই চত্বরে নিত্য যানজট, সড়কে আটকা পড়ে উপদেষ্টা দায়ী করলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে
  • ছবি: রয়টার্স
    বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড; প্রতি আউন্সের মূল্য ৪,০০০ ডলার ছাড়াল
  • ছবি: শহীদ সরকার
    তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • ফইল ছবি: সংগৃহীত
    উপদেষ্টাদের 'সেফ এক্সিট' প্রসঙ্গ কেন সামনে আনলেন এনসিপি নেতারা?

Related News

  • ফরিদপুরে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ, ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানীর
  • হোমনা-মেঘনা আসন বহালের দাবিতে ২য় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  • আদালতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানালো ডিআরইউ
  • সাংবাদিকদের উপর ‘জুলাই যোদ্ধা’ গোষ্ঠীর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৭ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি; পদবঞ্চিতদের বিক্ষোভ, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিবাদ

Most Read

1
হিমালয় অঞ্চলের লাদাখে সংবিধানগত সুরক্ষা ও পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে অনশনরত অবস্থায় সোনম ওয়াংচুক; ২১ মার্চ ২০২৪। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

লাদাখ বিক্ষোভের নেতা, ‘থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চো’ খ্যাত সোনম ওয়াংচুক কীভাবে ‘ভারতীয় নায়ক’ থেকে ‘রাষ্ট্রদ্রোহী’ হয়ে উঠলেন?

2
ফুলের তোড়ায় বিষাক্ত পার্থেনিয়াম। ছবি: টিবিএস
বাংলাদেশ

পাপড়ির আড়ালে বিষ: ফুলের মালায় ঢুকে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম

3
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তার সঙ্গে আসা কর্মকর্তাদের পরে একাধিক মোটরসাইকেলে পরিদর্শন চালিয়ে যেতে দেখা গেছে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক: দুই চত্বরে নিত্য যানজট, সড়কে আটকা পড়ে উপদেষ্টা দায়ী করলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড; প্রতি আউন্সের মূল্য ৪,০০০ ডলার ছাড়াল

5
ছবি: শহীদ সরকার
বাংলাদেশ

তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ

6
ফইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উপদেষ্টাদের 'সেফ এক্সিট' প্রসঙ্গ কেন সামনে আনলেন এনসিপি নেতারা?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net