ধারাভাষ্যে অভিষেকের পর তামিম বললেন, ‘ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্ব চলছে। এই লড়াইয়ে নেই মিনিস্টার ঢাকা। পয়েন্ট টেবিলের পঞ্চম দল হিসেবে আসর থেকে বিদায় নিয়েছে তারা। দল না থাকায় ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের আগে কিছুটা ফুরসত মিলেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকা দলে থাকা জাতীয় দলের বাকি ক্রিকেটারদের।
নিজের দল না থাকলেও সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন তামিম। এদিন ক্রিকেটার তামিমের অভিষেক হলো ধারাভাষ্যকার হিসেবে। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তিনি। খুলনার ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যে যোগ দেওয়া অভিজ্ঞ এই ওপেনার ৫ ওভারের মতো ধারাভাষ্য দেন।
ধারাভাষ্য শেষে ক্রীড়া সাংবাদিকদের কাজের জায়গা প্রেসবক্সে আসেন তামিম। কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে যাওয়ার সময় প্রথম ধারাভাষ্যের অভিজ্ঞতা নিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, 'আমি এমনিই বোর্ডে এসেছিলাম, মিটিং ছিল। শেষ পাকিস্তান সিরিজেও বলা হয়েছিল, তবে করা হয়নি। এবার একটু চেষ্টা করে দেখলাম, কেমন লাগে। আতহার ভাইদের সঙ্গে, ইন্টারেস্টিং।'
প্রথম অভিজ্ঞতা ভালোই গেছে তামিমের। এ কারণে ভবিষ্যতে এটা নিয়ে ভাবা যেতে পারে বলে জানান তিনি। তার ভাষায়, 'আমি তো আসলে ধারাভাষ্য করি নাই বলতে গেলে, নিজেকে নিয়েই কথা বলছিলাম, খেলা নিয়ে টুকটাক বলেছি। মজার ব্যাপার, হয়তো ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে। এই মুহূর্তে চিন্তা-ভাবনা নেই।'
পেশাদার ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড-আতহার আলী খানদের প্রশংসা পেয়েছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, 'ওনাদের কাছ থেকে প্রশংসা পাওয়া গুরুত্বপূর্ণ নয়। বরং তাদের নিয়ে আমাদের বলাটাই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ক্রিকেটের দিকটা নিয়ে খুব বেশি কথা বলি না।'
'চিন্তা করেন, বাংলাদেশ দল যখন খারাপ খেলে, আজ থেকে কয়েক বছর আগে আমরা যখন ম্যাচ হারতে থাকতাম, আতহার ভাই-শামীম ভাইরাই পিলার ছিলেন। বাকি ২০ জনের সামনে বাংলাদেশকে ছোট হতে দেয়নি। তারা সমর্থন দিয়ে গেছেন, তারা কঠিন কাজ করেছেন। এটাকে সাধুবাদ জানানো উচিত। আতহার ভাইকে এটাই বলেছি আজ।' যোগ করেন তিনি।
দল মিনিস্টার ঢাকা প্লে-অফে উঠতে ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ সময় গেছে তামিমের। অভিজ্ঞ এই ওপেনার ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারট হাফ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড় ও ১৩২.৫৭ স্ট্রাইক রেটে ৪০৭ করেছেন তামিম, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ।