সেই রাব্বি আবারও সাকিবের বদলি

ফজলে মাহমুদ রাব্বির জাতীয় দলে সুযোগ পাওয়া মানেই যেন বদলি হিসেবে ডাক পাওয়া। সেটাও কেবল সাকিব আল হাসানের বদলি হিসেবে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের দুবার জাতীয় দলের ডাক পাওয়ার ধরন সেটাই বলে। ২০১৮ সালে ঘরের মাঠে সাকিবের বদলি হিসেবে জিম্বাবুয়ে সিরিজে ডাক পান বাঁহাতি এই ব্যাটসমান। তিন বছর পর নিউজিল্যান্ড সফরেও সাকিবের বদলি হিসেবে ডাকা হলো রাব্বিকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আজ ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। পারিবারিক কারণে এই সফরে যাচ্ছেন না সাকিব। যদিও তাকে নিয়েই দল ঘোষণা করা হয়েছিল। পরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ছুটি নেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রাব্বিকে।
২০১৮ সালে সাকিবের বদলি হিসেবে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন ফজলে রাব্বি। দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। জাতীয় লিগের সর্বশেষ আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করায় রাব্বি বিবেচনা করা হলো। ৬ ম্যাচের ১১ ইনিংসে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৬০.৩০ গড়ে ৬০৩ রান করেছেন রাব্বি।
এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশকে আগেই যেতে হচ্ছে। তিন দিনের আইসোলেশনসহ সাত দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবে মুমিনুল হকের দল। এই সময়ের মধ্যে তিনটি করোনা পরীক্ষা করা হবে তাদের।
নিউজিল্যান্ডের মাটিতে গত ২০ বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত জয় অধরাই রয়ে গেছে। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ, হারতে হয়েছে সব কটিতে। এর মধ্যে ৫টিতেই ইনিংস হার, বাকি হারগুলোও ছোট নয়।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।