আফগানদের হারিয়ে সুপার এইট পর্ব শুরু ভারতের

দারুণ জয়ে সুপার এইট পর্ব শুরু করল ভারত। আজ বার্বাডোসে আফগানিস্তানকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ভারত। আফগানিস্তান সুযোগই পায়নি কোনো ধরনের অঘটন ঘটানোর।
ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সূর্যকুমার যাদব, বল হাতে আগুন ঝরিয়েছেন জস্প্রিত বুমরাহ। আর এই দুজনের কল্যাণে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সূর্যকুমার।
টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। জবাবে ধুঁকতে ধুঁকতে ১৩৪ রানে অলআউট হয় আফগানিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পথহারা ছিল আফগানরা। ২৩ রানের মধ্যে দুই ওপেনার সহ পুরো টপ অর্ডারকে হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগান ইনিংস।
সর্বোচ্চ ২৬ রান এসেছে ওমরজাইয়ের ব্যাট থেকে, ভারতের হয়ে জস্প্রিত বুমরাহ দেখিয়েছেন জাদু। মাত্র সাত রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। সমান সংখ্যক উইকেট নিয়েছেন আর্শদীপ সিংও, তবে তিনি রান খরচ করেছেন ৩৬।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে সামাল দেন কোহলি ও পন্ত। কোহলি ২৪ ও পন্ত ২০ রান করে বিদায় নেন। উইকেটে এসেই হাত খুলে মারতে থাকেন সূর্যকুমার যাদব। এই ডানহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত করেন ২৮ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৫৩ রান। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান।
আফগানিস্তানের হয়ে রশিদ খান বল হাতে আলো ছড়িয়েছেন। মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। উইকেট নেওয়ার ধারা অব্যাহত রেখেছেন ফজলহক ফারুকিও। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে এই পেসারের মোট শিকার দাঁড়িয়েছে ১৫টিতে।