'ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে কেউ এমন আউট দেয়নি'- ভারতীয় ক্রিকেটারের ক্ষোভ
ক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং ম্যাচ বাংলাদেশ হেরেছে ৪ রানের ব্যবধানে। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। যার মধ্যে রয়েছে একটি বাই ৪ রান ও নিশ্চিত দুটি ওয়াইড। যেগুলো যোগ হলে ম্যাচটি বাংলাদেশই জেতে।
এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কিত ছিল৷ এমন ম্যাচে যেখানে একটি রানও গুরুত্বপূর্ণ, সেখানে বাংলাদেশ বঞ্চিত হয়েছে নিশ্চিত ৪ রান থেকে৷ এছাড়া কয়েকটি ওয়াইড বলও আম্পায়াররা দেননি।
ওটনেইল বার্টমানের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করে ব্যাটে-বলে করতে পারেননি মাহমুদউল্লাহ, তার পায়ে লেগে বল চলে যায় সীমানার বাইরে। আবেদনে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান মাহমুদউল্লাহ। কিন্তু বল সীমানা ছাড়া হলেও নিয়মের কারণে ওই ৪ রান পায়নি বাংলাদেশ।
আম্পায়ার স্যাম নোগাস্কির এমন সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর ও আম্বাতি রাইডু। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ জাফর এক্সে লিখেছেন, 'মাহমুদউল্লাহকে ভুল আউট দেওয়া হয়েছে। এরপর সে রিভিউ নিয়ে বেঁচে গেছে। আর বলটা ৪ হওয়া সত্ত্বেও ডেড কল করা হয়েছে নিয়মানুযায়ী। বাংলাদেশ ম্যাচটাও হেরেছে ৪ রানেই। আপনার তাদের জন্য সহানুভূতি থাকতেই হবে।'
অন্যদিকে আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইডু রীতিমতো ধুয়ে দিয়েছেন আম্পায়ারের এই সিদ্ধান্তকে। স্টার স্পোর্টসে রাইডু বলেন, 'ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে কোনো আম্পায়ার এমন আউট দিয়েছে? না। এটা জঘন্য একটা সিদ্ধান্ত ছিল। লেগ স্টাম্পের একটা অংশ দেখা যাচ্ছে বলে আপনি একজন ব্যাটসম্যানকে আউট দিতে পারেন না। আপনাকে এঙ্গেলটাও বিবেচনা করতে হবে।'
