লড়াই করেও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। চাইনিজ চাইপের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে পিটার বাটলারের দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম প্রীতি ম্ ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল পিটার বাটলারের দল। ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা একাদশের বাইর ছিলেন সাবিনা খাতুন।
প্রথমার্ধে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে বেশ লড়াই করেছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত পেরে উঠলেন না মেয়েরা। শেষ দিকে বদলি নেমে খুব বেশি কিছু করতে পারলেন না সাবিনাও। আর তাতে দ্বিতীয় প্রীতি ম্যাচেও মেয়েরা পেল হারের স্বাদ।
এই ম্যাচেও শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে চাইনিজ তাইপে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ-সুয়ান কোনাকুণি শটে পরাস্ত করেন রুপনা চাকমাকে। শেষ পর্যন্ত এই এক গোলই যথেষ্ট হয়েছে জেতার জন্য।
উল্লেখ্য, গত বছরের এশিয়ান গেমসের পর এই প্রথম টানা দুই ম্যাচ হারলেন মেয়েরা। সেই আসরে জাপান ও ভিয়েতনামের বিপক্ষে পরপর দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ।