অস্ট্রেলিয়ার বিপক্ষে একশ রানও করতে পারলেন না জ্যোতিরা

লক্ষ্য যা ছিল, ৫০ ওভারের ক্রিকেটে সেটা খুব বেশি বড় নয়। তবে কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় কাজটা কঠিনই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই কঠিন কাজ করতে নেমে তেমন লড়াই-ই করতে পারলো না। ১০০ রানের নিচেই অলআউট হয়ে বড় হার মেনে নিলো নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই মিরপুরে হবে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। মারফা আক্তার, সুলতানা খাতুন, নাহিদা আক্তারদের বোলিংয়ের সামনে শুরুতে সুবিধা করতে পারছিল না সফরকারীরা। শেষ দিকে অ্যানাবেল সাউদারল্যান্ডের হাফ সেঞ্চুরি ও ম্যাচসেরা অ্যালানা কিংয়ের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ২১৩ রান তোলে অজিরা।
জবাবে অধিনায়ক জ্যোতি ও সোবানা মোস্তারীর জুটিটা ছাড়া তেমন কিছু নেই বাংলাদেশের ইনিংসের। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নেন এ দুজন। এরপর আবারও দিক হারিয়ে ৯৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সোবানা, মুর্শিদা ও জ্যোতি ছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ৩৬ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় ২১ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি ও সোবানা। কিন্তু এই জুটি ভাঙতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ইনিংস, ২৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। সোবানা ১৭, মুর্শিদা ১০ ও জ্যোতি ২৭ রান করেন। বাকিদের কেউ ৬ রানের বেশি করতে পারেননি। অজিদের অ্যাশলেই গার্ডনার ৩টি ও কিম গার্থ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান মেগান শাট ও ম্যাচসেরা অ্যালানা কিংস।
এর আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সাদারল্যান্ড। ৭৬ বলে ৫টি চারে ৫৮ রান করেন তিনি। অ্যালানা ৩১ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৬ রানের দুর্বার ইনিংস খেলেও অপরাজিত থাকেন। ফাহিমা খাতুনের করা ইনিংসের শেষ ওভারে চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। এ ছাড়া অধিনায়ক অ্যালিসা হিলি ২৪, বেথ মুনি ২৫ ও গার্ডনার ৩২ রান করেন। বাংলাদেশের সুলতানা ও নাহিদা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মারুফা, ফাহিমা ও স্বর্ণা।