‘গুঞ্জনকে গুঞ্জন থাকতে দিন’- সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকিব

চলমান বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশে চলে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে আসরটির ফাইনাল, এদিনই ঢাকা পৌঁছাবে শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। এই সিরিজে টেস্ট খেলতে চান না, গুঞ্জনের ভিত্তিতে এটা নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে এক প্রকার পরামর্শই দিলেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার বললেন, গুঞ্জন গুঞ্জনই থাক।
গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। দেশে-বিদেশে বেশ কয়েকজন চিকিৎসককে দেখিয়েও চোখের সমস্যার পরিষ্কার ধারণা পাননি তিনি। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলা বাংলাদেশ অধিনায়ক চোখের রেটিনার সমস্যার কারণে মাঝে ঠিকভাবে বল দেখেননি। যে কারণে দুটি ম্যাচে যথাক্রমে রংপুরের ৫ ও ৮ উইকেট পড়ার পরও ব্যাটিংয়ে যাননি সাকিব।
এখনও সমস্যা কাটিয়ে উঠতে পারেননি তিনি। আপাতত সাকিবের চিকিৎসা ওষুধ ও বিশ্রাম, যা চলবে দীর্ঘমেয়াদে। তাই লম্বা সময় ধরে ব্যাটিং করা সাকিবের জন্য অস্বস্তির ও কঠিন হবে। গুঞ্জন আছে, টেস্ট সিরিজে খেলতে চান না; এমন প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো অনেকগুলো প্রশ্ন করলেন সাকিব।
একটি কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। সেটারই অনুষ্ঠানে শুক্রবার টেস্ট খেলা না খেলার প্রশ্নের জবাবে হাসতে হাসতে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'কে বলছে আপনাকে? গুঞ্জনকে গুঞ্জন থাকতে দেন। আর না হলে আপনি খুঁজে বের করেন। কে বলছে তাকে জিজ্ঞাসা করেন। আমি কী বলছি কাউকে? আমি কী কখনও বলেছি আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি, এই রকম কিছু?'
'কোত্থেকে শুনেছেন? তাহলে তাকেই আপনি জিজ্ঞাসা করেন। আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। যার কাছ থেকে শুনছেন, তাকে জিজ্ঞাসা করেন। আমি যদি বলতাম, আমি খেলতে চাই অথবা খেলতে চাই না; তাহলে সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। যার কাছ থেকে আপনি এই প্রশ্নের উত্তরটা শুনেছেন বা যে আপনাকে বলেছে, তাকে জিজ্ঞাসা করেন। সে ভালো বলতে পারবে।' যোগ করেন সাকিব।
চোখের অবস্থা আপাতত ভালো আছে বলেন জানান সাকিব। তবে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনই কোনো পরিকল্পনা সাজাননি তিনি। এই মুহূর্তে সব মনোযোগ বিপিএলেই জানিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'ভালো আছে আলহামদুল্লিলাহ। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে. এটা নিয়েই ফোকাস করছি। চেষ্টা করছি, কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি।'