আতলেতিকো মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান

রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন আঁতোয়ান গ্রিজমান। ১৭৪ গোল করে আতলেতিকো মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।
বুধবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে ৩২ বছর বয়সী গ্রিজমানের গোলে সমতায় ফেরে আতলেতিকো। যদিও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত ৫-৩ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
গত বছরের ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেন গ্রিজমান। এবার স্প্যানিশ কিংবদন্তিকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি এই ফুটবলার। ৫০ বছর পুরনো রেকর্ড ভেঙে সেখানে নিজের নাম বসালেন তিনি।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়াল সোসিয়েদাদে খেলেন গ্রিজমান। ২০১৪ সালে নাম লেখান আতলেতিকোতে। ২০১৯ সালে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। ২০২১ সালে ধারে তাকে দলে ফেরায় আতলেতিকো, পরের বছর পাকাপাকিভাবে গ্রিজমানকে দলে নেয় ক্লাবটি।
দুই মেয়াদে আতলেতিকোর হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন গ্রিজমান। এবারের মৌসুমে ক্লাবটির হয়ে ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা তারকা ফুটবলার।