শান্তকে অভিনন্দন, বাংলাদেশ দলকে শুভকামনা সাকিবের

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পান সাকিব আল হাসান। বাঁ হাতের তর্জনীতে চোট পাওয়ায় শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলছেন না। চোট তো আছেই, সাকিব আবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে করবেন নির্বাচন। আপাতত তার সব ব্যস্ততা তাই রাজনীতির মাঠেই।
তাই বলে নিজের দলের কথা ভুলে থাকছেন না সাকিব। সিলেটে ২৮ নভেম্বর থেকে যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হচ্ছে বাংলাদেশের, তা ভালোভাবেই মাথায় আছে অভিজ্ঞ এই ক্রিকেটারের। নিজের অবর্তমানে টেস্টের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তকে ফোন করে কথা বলেছেন সাকিব। এই সিরিজের অধিনায়ক শান্তকে অভিনন্দন জানিয়েছেন তিনি, দলকে জানিয়েছেন শুভকামনা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এটা জানান শান্ত। তিনিসহ বাংলাদেশ দলের সবাই সাকিবকে মিস করবেন জানিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'হ্যাঁ, সাকিব ভাইকে অবশ্যই মিস করব, প্রত্যেক খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতে ফোন করেছিলেন। তার সাথে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন এবং সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন। বলেছেন আমরা যে জিনিসটা পারি, ওটাই যেন করি।'
সাকিবের চোটের কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দুটি ম্যাচে নেতৃত্ব দেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর অধিনায়কত্বের প্রশ্নে নিজেকে প্রস্তুত দাবি করেন তিনি। কিউইদের বিপক্ষে টেস্টের আগেও আলোচনায় এলো বিষয়টি, এবারও একইভাবে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে গেলেন তিনি। শান্তর ভাষায়, 'অধিনায়ক তো অধিনায়কই। আমার মনে হয় ওই সামর্থ্য আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।'
'যে-ই অধিনায়ক হবে, যদি লম্বা সময়ের জন্য হয়, দল নিয়ে তার পরিকল্পনা সাজাতে সুবিধা হবে। সামনে যে-ই আসবে, যদি পর্যাপ্ত সুযোগ পায়, অনেক ভালো কিছু করবে। অধিনায়ক লম্বা সময় ধরে থাকলে পরিকল্পনা করতে সুবিধা হয়, আশা করছি বোর্ডও লম্বা সময়ের জন্য দেবে। তবে আমার মনে হয় না খেলোয়াড়রা এটা নিয়ে এত কিছু ভাবছে। যে-ই অধিনায়ক হবে, সে তার দায়িত্ব পালন করবে। প্রত্যেকে যার যার ভূমিকা পালন করলে দল ভালো অবস্থানে থাকবে।' যোগ করেন তিনি।