বাবা হওয়ার পর ভাগ্য বদেলেছে, মনে করেন শান্ত

ব্যাট হাতে রান না পাওয়ায় অনেক সমালোচনা, ট্রল হজম করতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়মিতভাবে সুযোগ দেওয়ার কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে নিয়েও হয়েছে সমালোচনা। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সময় বদলাতে থাকে। বিশ্ব আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শান্ত সর্বশেষ বিপিএলেও হন সর্বোচ্চ রান সংগ্রাহক, জেতের টুর্নামেন্ট সেরার পুরস্কার।
এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করে আসছেন বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ করা বাঁহাতি এই ব্যাটসম্যানের আফগানিস্তানের বিপক্ষে খেলেন ১০৪ রানের দারুণ ইনিংস।
রানের ফোয়ারা বইয়ে দেওয়ার মাঝে কিছুদিন আগে বাবা হয়েছেন শান্ত। এবার পেলেন প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে শান্তর। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের এই ব্যাটসম্যান নিজের ভাগ্য বদলের কারণ হিসেবে সন্তানের কথা বললেন।
বাবা হওয়ার পর এশিয়া কাপে দুটি দারুণ ইনিংস খেলেন শান্ত, এরপর চোটের কারণে দেশে ফিরে আসতে হয় তাকে। চোট কাটিয়ে দলে ফিরছেন, সেটাও অধিনায়ক হিসেবে। বাবা হওয়ার পর কি অবস্থায় পরিবর্তন এলো। প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পাওয়া শান্ত এমনই মনে করছেন।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করা শান্ত বলেন, 'আমার কাছে তো তাই মনে হচ্ছে (ছেলেই ভাগ্য বদলে দিয়েছে)। বিশেষ করে গত এক বছর, সবাই আমাকে বলেও, বিশেষ করে আমার পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয় যে সে খুব লাকি আমার জন্য।'
বাবা হয়েছেন, নিজের পথচলাও দারুণ ছন্দময়; সময়টা দারুণ উপভোগ করছেন শান্ত। এভাবেই এগিয়ে যেতে চান জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্যাটসম্যান, 'আলহামদুল্লিলাহ, উপভোগ করছি। সব মিলিয়ে বাবা হওয়ার আগে বা পরে শেষ এক বছর ভালো যাচ্ছে। আশা করব যে এই জিনিসটা যতো বেশি ধরে রাখতে পারি।'