মেসির সঙ্গে 'চুক্তি'র ঘোষণা দেওয়ার সময় নির্ধারণ আল-হিলালের!

লিওনেল মেসির ভবিষ্যৎ গন্তব্য বর্তমানে ফুটবল বিশ্বেরই সবচেয়ে আলোচিত বিষয়। তিনি পিএসজি ছাড়ছেন, এটি প্রায় নিশ্চিত বলা চলে।
পরবর্তী গন্তব্য হিসেবে মেসির হাতে বেশ কয়েকটি প্রস্তাব আছে। সৌদি আরবের আল-হিলাল, যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি এমনকি বার্সেলোনায় ফেরা নিয়েও গুঞ্জন চলছে।
এর মধ্যেই চমকপ্রদ এক খবর দিয়েছে স্প্যানিশ পত্রিকা স্পোর্ট। তারা জানিয়েছে, আল-হিলাল ৬ জুন মেসির সঙ্গে চুক্তি করার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়।
সৌদি ক্লাবটি মেসির পক্ষ থেকে সম্মতি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আর্জেন্টাইন মহাতারকাকে প্রতি বছর ৪০০ মিলিয়ন ইউরো দিতে চায় তারা, বাংলাদেশি মুদ্রায় যায় প্রায় ৪৬০০ কোটি টাকা।
এদিকে আজ পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। ৩০ জুনের পর চুক্তি শেষ হয়ে যাওয়ায় 'ফ্রি এজেন্ট' হয়ে যাবেন তিনি।