হ্যাটট্রিকের রাতে রোনালদোর মাইলফলক

সৌদি আরবের লিগে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-ওহেদার বিপক্ষে রোনালদোর দল আল-নাসের জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। চারটি গোলই করেছেন পর্তুগিজ মহাতারকা।
এই চার গোল করার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে ৫০০ লিগ গোল পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচটি ক্লাবের হয়ে খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন সিআর সেভেন।
রোনালদোর ৫০০ লিগ গোলগুলো এসেছে স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস এবং আল-নাসেরের হয়ে।
এর মধ্যে সর্বোচ্চ ৩১১ টি গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে, ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩ গোল, জুভেন্তাসে খেলে করেছেন ৮১ গোল আর স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন ৩ গোল। বর্তমান ক্লাব আল-নাসেরের হয়ে ৫ গোল নিয়ে রোনালদোর মোট লিগ গোল এখন ৫০৩ টি।
স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরো বাড়তে যাচ্ছে সামনে। সেটি কোথায় গিয়ে থামবে, সেটিই এখন দেখার বিষয়।