যেমন গেল রোনালদোর সৌদি অভিষেক
পিএসজির বিপক্ষে অলস্টার একাদশের হয়ে মাঠে নামার মাধ্যমে সৌদি আরবের ফুটবলে অভিষেক হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। মেসি-এমবাপ্পেদের কাছে সৌদি অলস্টার ৫-৪ গোলে হারলেও, রোনালদো পেয়েছেন দুই গোল। সাথে ছিলো আরো কিছু দুর্দান্ত মুহূর্ত। সবমিলিয়ে বেশ স্বপ্নের মতোই একটা অভিষেক কেটেছে সিআর সেভেনের।
পিএসজির বিপক্ষে সৌদি অলস্টারের এই ম্যাচের দিনক্ষণ ঠিক হতেই অপেক্ষার পালা শুরু হয়েছিল ফুটবলপ্রেমিদের। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো যে আবারো মুখোমুখি হবেন, এটি অনেকের কল্পনাতেই ছিলো না। কিন্তু এই ম্যাচের মাধ্যমে তিন বছর পর সেটি সম্ভব হয়েছে আরেকবার।
হয়তো এটিই দুজনের শেষ মুখোমুখি লড়াই, হয়তো বা না। তবে দুজনই যে একে অপরকে শ্রদ্ধা করেন, তা বোঝা গেল আরেকবার। ম্যাচের আগে করমর্দন করার সময় মেসিকে কিছু একটা বললেন রোনালদো, বিশ্বজয়ের জন্য অভিনন্দনই জানিয়েছেন হয়তো। ম্যাচের মধ্যেও মেসি-রোনালদো পাশাপাশি দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন একে অপরকে।
কিলিয়ান এমবাপ্পে নিজের ফুটবল আইডলের গাল ছুঁয়ে দেখলেন তিনি সত্যিই মানুষ কিনা! সের্হিও রামোসের সঙ্গেও খুনসুটি করতে দেখা গেল পর্তুগিজ তারকাকে। রিয়াল মাদ্রিদে একসাথে খেলা ৯ বছরের স্মৃতিচারণই করেছেন বুঝি দুজনে।
ম্যাচে তো রোনালদোর সেই চিরচেনা ঝলকই যেন দেখা গেল। পেনাল্টি থেকে একটি, রামোসের ভুল থেকে সুযোগ নিয়ে আরেকটি, মোট দুটি গোল করলেন সিআর সেভেন। নিজের পায়ের কারিকুরি যে এখনো ভুলে যাননি তাও দেখালেন কয়েকটি 'স্টেপ ওভার' আর 'ড্র্যাগ ব্যাক' করার মাধ্যমে।
৬০ মিনিটের মাথায় রোনালদোকে তুলে নেন এই ম্যাচে সৌদি অলস্টারের কোচের দায়িত্বে থাকা মার্সেলো গ্যালার্দো। পিএসজিও একইসাথে উঠিয়ে নেয় মেসি-নেইমার-এমবাপ্পেদের। এই ম্যাচ দেখতে আসা দর্শকদের আগ্রহ তো সব শেষ ওখানেই।
নিজের নতুন ক্লাব আল-নাসেরের হয়ে মাঠে নামতে ২২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে রোনালদোকে। তার আগে নিজের দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের কাছে পেয়ে নিশ্চয়ই আরো চাঙ্গা লাগবে তার।
