'আমাকে ব্যবহার করে রোনালদোকে আক্রমণ করবেন না'
গত মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের হয়ে সর্বোচ্চ গোলও করেছিলেন তিনি। কিন্তু এই মৌসুমের শুরুতে এরিক ট্যান হাগকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর ইউনাইটেডের দলে জায়গা হচ্ছিল না সিআর সেভেনের।
বিশ্বকাপের ঠিক আগেই এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ট্যান হাগকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো। এরপর ইউনাইটেড তাকে আর দলে রাখার প্রয়োজন মনে করেনি। রোনালদোর সঙ্গে চুক্তি ছিন্ন করে রেড ডেভিলরা।
রোনালদো এরপর যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। আর মৌসুমের শুরুতে ধুঁকতে থাকা ইউনাইটেডও যেন ছন্দ ফিরে পেয়েছে নতুন করে। প্রিমিয়ার লিগে একের পর এক জয় তুলে নিচ্ছে তারা। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জিতেছে ট্যান হাগের দল।
যার সর্বশেষটি একটু বেশিই মধুর। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ইউনাইটেড। গত বছর আগস্টে এই সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিলেন রাশফোর্ড-ফার্নান্দেজরা।
তাই ফিরতি ম্যাচে সিটিকে হারানোর পর একটু বেশিই উচ্ছসিত ছিলেন ইউনাইটেডের মাঝমাঠের তারকা ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাচ জয়ের পর তিনি বলেন, এই মুহূর্তে একটি দল হয়ে খেলার জন্যই এমন সাফল্য পাচ্ছে ইউনাইটেড। এই একাত্মতা কিছুদিন আগেও ছিলো না বলেও মন্তব্য করেন তিনি। আর এটিকেই ভিন্ন দিকে নিয়ে গেছেন অনেকে।
ফার্নান্দেজ এই কথার মাধ্যমে রোনালদোকে ইঙ্গিত করেছেন কিনা এমন প্রশ্নও উঠেছে। বিশ্বকাপের মাঝে পর্তুগাল দলে একসাথে খেলার সময়েও রোনালদো-ফার্নান্দেজের মধ্যে ঝামেলার গুঞ্জন উঠেছিল।
কিন্তু এবারও আগের বারের মতোই এই ধরণের ব্যাপার উড়িয়ে দিয়েছেন ফার্নান্দেজ। সেইসাথে তিনি অনুরোধ করেছেন, তার নাম ব্যবহার করে রোনালদোকে যেন আক্রমণ না করা হয়, 'ইউনাইটেড ভালো করছে এটা অনেকের সহ্য হচ্ছে না। তাই এসব নিয়ে পড়েছে এখন। কিন্তু আমার নাম ব্যবহার করে ক্রিশ্চিয়ানোকে আক্রমণ করার কোনো মানে হয় না'।
ইউনাইটেডের দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যে বোঝাপড়া বেশ কিছুদিন ধরেই বেড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ফার্নান্দেজ, বিশেষ করে গত মৌসুমে জনম জনমের শত্রু লিভারপুলের কাছে দুই ম্যাচ মিলিয়ে ৯-০ গোলের হারই খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করেছে বলে মনে করেন এই পর্তুগিজ তারকা।
