আর্জেন্টিনার আচরণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমেছে ফিফা

কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পর উদযাপনের মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের। লিওনেল স্কালোনির দল উদ্যাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে—এমন অভিযোগও উঠেছে। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার আনন্দটা অতিমাত্রায় দেখিয়েছে আলবিসেলেস্তেরা।
ফিফা এবার আর্জেন্টিনার বিরুদ্ধে উঠা সেসব অভিযোগ তদন্ত করবে। বিশ্বকাপ ফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের 'আক্রমণাত্মক আচরণ'র বিরুদ্ধে 'তদন্তমূলক কার্যক্রম' শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আর্জেন্টিনা দল 'আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন' এবং 'খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ' সম্পর্কিত নীতিমালা ভেঙ্গেছে বলে অভিযোগ রয়েছে, এবং এটির সত্যতা সম্পর্কেই তদন্ত করছে ফিফা। নিয়মশৃঙ্খলা বিধির ১১ ও ১২তম ধারা অনুযায়ী কাজ করছে ফিফার তদন্তকারী দল।
গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত ৩-৩ গোলে সমতায় ছিলো আর্জেন্টিনা ও ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভস) জয়ের পর সেটি হাতে নিয়ে 'অশ্লীল' অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ড্রেসিংরুমে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করে আর্জেন্টিনা দল। দেশে ফেরার পরও এমবাপ্পেকে খোঁচানো থামাননি মার্তিনেস।
ছাদখোলা বাসে শোভাযাত্রার সময় এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন আর্জেন্টিনা দলের এই গোলকিপার। ফ্রান্স ফুটবল ফেডারেশন এমন উদযাপনের প্রতিবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে।
এমবাপ্পেকে খুঁচিয়ে মার্তিনেসের উদযাপনকে মাত্রাতিরিক্ত দাবি করে ফ্রান্স ফেডারেশন।