২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের কোচ থাকছেন দেশম

দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপ পর্যন্ত দেশমের সঙ্গে চুক্তি ছিলো ফ্রান্সের। ফাইনালে হারলেও দেশমকেই দলকে এগিয়ে নিতে যোগ্য লোক মনে করছে ফেডারেশন।
২০১২ থেকেই ফ্রান্সের কোচ হিসেবে আছেন দিদিয়ের দেশম। দেশমের অধীনেই ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এছাড়াও ঘরের মাঠে ২০১৬ ইউরো ফাইনাল এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লে ব্লুজদের।
২০২৬ বিশ্বকাপ হবে দেশমের অধীনে ফ্রান্সের চতুর্থ বিশ্বকাপ। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে হতে যাওয়া এই বিশ্বকাপে ফ্রান্সের বর্তমানের তরুণ দলটিকে গড়ে তোলার জন্য দেশমের থেকে উপযুক্ত কাউকে পায়নি ফ্রান্স ফুটবল ফেডারেশন।
যদিও শোনা যাচ্ছিল জিনেদিন জিদান স্থলাভিষিক্ত হতে পারেন দেশমের। শেষ পর্যন্ত দেশমই থেকে গিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের আগে অবশ্য আরেকটি বড় টুর্নামেন্ট খেলতে পারে ফ্রান্স। জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরো জয়ের লক্ষ্য এখন লে ব্লুজদের সামনে।
২০২৪ ইউরোতে অংশগ্রহণ করতে চাইলে বাছাইপর্ব পার হতে হবে ফ্রান্সকে। সেটি তাদের বেশ সহজের হতে পারার কথা।