সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিতে এখনো রাজি হননি রোনালদো!

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন। তবে ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। খবর ইএসপিএন-এর।
গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি শেষ করেছেন রোনালদো। বর্তমানে তিনি আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) স্পেনের দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছিল, জানুয়ারির ১ তারিখ থেকে আল নাসেরের হয়ে খেলবেন রোনালদো। মার্কা আরও লিখেছিল, ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন রোনালদো এবং প্রতি মৌসুমে এর জন্য ২০০ মিলিয়ন ইউরো পাবেন তিনি।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে এখনো কোনো সমঝোতা তৈরি হয়নি।
রোনালদো বর্তমানে কেবল আল নাসের থেকেই প্রস্তাব পেয়েছেন।
ইএসপিএন আরও জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা বর্তমানে কাতার বিশ্বকাপ নিয়ে পুরোপুরি মগ্ন। বিশ্বকাপ শেষ হলেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন।
এর আগের ট্রান্সফার উইন্ডোতেও রোনালদোকে পেতে চেয়েছিল আল নাসের। তবে তখন সৌদি ক্লাবটির প্রস্তাব বিবেচনা করেননি সিআর সেভেন।
এছাড়া বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকেও রোনালদোর ব্যাপারে আগ্রহ দেখানো হয়। কিন্তু কোনো প্রস্তাব না আসায় ওল্ড ট্রাফোডেই খেলে যেতে হয়েছিল তাকে।
৩৭ বছর বয়সী রোনালদো এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাবের মালিক, ও কোচ এরিক টেন হ্যাগের সমালোচনা করেছিলেন।
তার পরই ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করে।
এবারের কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে গোল করে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড অর্জন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।