বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী

বাংলাদেশের জার্সিতে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হামজা দেওয়ান চৌধুরী। এ সফরে মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে এনেছেন তিনি।
আজ সোমবার দুপুর পৌনে ১২টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশে রওনা হন হামজা।
হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেট এয়ারপোর্টে উপস্থিত ছিলেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। তারা হলেন সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন, কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস, ইকবাল হোসেন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মন্জুরুল করিম।
এসময় হামজা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। শুরুতে হামজা ইংরেজিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেও পরে বাংলায় উত্তর দেন। সিলেটিতে বাংলাদেশ দলের জেতার আশাবাদ ব্যক্ত করে বলেন, 'ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।'
সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। এক বা দুই দিন গ্রামের বাড়িতে কাটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে মঙ্গলবার বা বুধবার ঢাকায় যাবেন হামজা।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে তাদের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আগামী ২০ মার্চ বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ফুটবলের জাতীয় দল।
কলকাতায় উড়াল দেওয়ার আগে হামজা বুধবার (১৯ মার্চ) ঢাকার টিম হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি দলের কোচ ও অধিনায়কের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
হামজা চৌধুরীসহ বাংলাদেশের জাতীয় ফুটবল দল আগামী বুধবার বিকেলে বা সন্ধ্যায় দলের অফিসিয়াল ফটো সেশনে অংশ নেবেন। এরপর তারা তাদের চূড়ান্ত অনুশীলন শুরু করবেন।
হামজার দেশে আসার বিষয়ে তার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, "মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে আসছে। শেকড় যাতে ভুল না যায় সে কারণেই তাকে আমি এখানে নিয়ে এসেছি। আমি তাকে জোর করিনি। সে নিজের ইচ্ছাতে এসেছে।"
দেশবাসী যে প্রত্যাশা করছে হামজাকে নিয়ে হামজা তা পূরণ করতে পারবেন এমন আশা ব্যক্ত করে হামজার বাবা বলেন, "আজকের দিনটা আমার জন্য আবেগের, আনন্দের। অনেক দিন ধরে অপেক্ষা করছেন এই দিনটির জন্য। ছেলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলবেন, একজন বাবা হিসেবে এর চেয়ে বড় গর্বের কিছু নেই।"
তিনি জানান, হামজা আজ নিজ বাড়িতে থাকবে। পরদিন ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
হামজার চাচা দেওয়ান গোলাম মাসুদ বলেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে আসছে হামজা চৌধুরী। লন্ডন থেকে সিলেট হয়ে প্রথমে গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে আসবেন হামজা। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমার ভাতিজা হামজাকে সংবর্ধনা দেওয়া হবে।