লন্ডনের বাড়িতে ডাকাতি, কাতার ছেড়ে দেশে ফিরলেন স্টার্লিং
কাতার বিশ্বকাপে ইংল্যান্ড উড়ছে, উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ইংলিশদের বিশ্বকাপ মিশনের গুরুত্বপূর্ণ সদস্য রহিম স্টার্লিং। তাকেই কিনা বিশ্বকাপ চলাকালে কাতার ছেড়ে ইংল্যান্ডে ফিরতে হলো। লন্ডনের বাড়িতে ডাকাতি হওয়ায় দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের এই উইঙ্গার। বিশ্বকাপে স্টার্লিংয়ের আর খেলা হবে কিনা, তা পরিষ্কার নয়।
রোববার রাতে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে ইংল্যান্ড। এই ম্যাচের পর দেশের বিমান ধরেন স্টার্লিং। তার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ধারণা করা হচ্ছে, স্টার্লিংয়ের বাড়িতে শনিবার ডাকাতির দুর্ঘটনা ঘটেছে।
ইএসপিএন ইউকের সূত্রও এমনই জানিয়েছে। সংবাদমাধ্যমটি তাদের খবরে জানায়, শনিবার রাতে স্টার্লিংয়ের লন্ডনের বাসায় ডাকাতি হয়। লন্ডনে ছিলেন তার মা। তবে স্টার্লিংয়ের বান্ধবী পাইগ এবং দুই সন্তান কাতারেই ছিলেন। তার লন্ডনের বাসায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিষ্কারভারে জানা যায়নি এখনও।
ইংল্যান্ড ফুটবল অ্যাসেসিয়েশনের বিবৃতির কথা উল্লেখ করে সাউথগেট বলেছেন, 'সে বাড়ি যাচ্ছে। নিশ্চিতভাবেই পরিবারের সঙ্গে থাকার ব্যাপারটা সবার আগে। আমরা এটাকে সমর্থন করতে চাই। তার যতোটা সময়ের প্রয়োজন, আমরা তাকে সেটা দিতে চাই।'
ইংল্যান্ডের গ্রুপ পর্ব মিশনে স্টার্লিংয়ের ওপর ভরসা রাখেন সাউথগেট, তাকে প্রথম দুই ম্যাচে খেলানো হয়। ইরানের বিপক্ষে ইংলিশদের ৬-২ ব্যবধানের জয়ে একটি গোল করেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের বিপক্ষে তাকে দর্শক সারিতে থাকতে হয়। সেনেগালের বিপক্ষেও একাদশে জায়গায় হয়নি তার।
সেমি-ফাইনালের টিকেট কাটার লড়াইয়ে আগামী শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। দেশে ফেরায় এই ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়া তৈরি হয়েছে। যদিও এ ব্যাপারে কিছু পরিষ্কার করতে পারেননি সাউথগেট, 'আমি সত্যিই এই মুহূর্তে কিছু জানি না। এটা এমন একটি পরিস্থিতি, তার সময়ের প্রয়োজন। মাঝে মধ্যে ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, পরিবার সবার আগে আসা উচিত।'
