এখনও শক্ত আছি, ভক্তদের উদ্দেশে পেলে

ক্যান্সারে আক্রান্ত তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৯ নভেম্বর থেকেই পেলে হাসপাতালে ভর্তি; আর এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে গুজব হিসেবে পেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে। তবে সব গুজবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পেলে নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমর্থকদের প্রতি এক বিশেষ বার্তা দিয়েছেন।
শনিবার প্রকাশ করা এ ইন্সটাগ্রাম পোস্টে পেলে বলেন, "বন্ধুরা, সবাই শান্ত হন। আমি এখনো অনেক আশাবাদ শক্ত আছি। বরাবরের মতো আমি চিকিৎসা নিচ্ছি। যে ধরনের সেবা পাচ্ছি তার জন্য আমি গোটা মেডিকেল ও নার্সিং দলটাকে ধন্যবাদ জানাই।"
অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে পেলের যে চিকিৎসা চলছে, তাতে ইতিবাচক সাড়া দিচ্ছেন পেলে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। ইন্সটাগ্রাম পোস্টে পেলে আরও বলেন, "সৃষ্টিকর্তার প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস রয়েছে। বিশ্বের সকল প্রান্ত থেকে আপনাদের পক্ষ থেকে আমি প্রতিনিয়ত যে ইতিবাচক বার্তা পাচ্ছি সেগুলো আমাকে শক্তি প্রদান করে। ব্রাজিলের খেলা দেখেও আমি মনোবল পাই। সবকিছুর জন্য ধন্যবাদ।"
অন্যদিকে বিশ্বকাপ চলাকালীন পেলের হাসপাতালে ভর্তি হওয়ার এ সংবাদে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করছে গোটা ফুটবল বিশ্ব। ব্রাজিল তরুণ ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিওর, ফ্রেঞ্চ ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন ও ফুটবল কিংবদন্তী রিভালদো ছাড়াও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের অসুস্থতা নিয়ে প্রার্থনামূলক পোস্ট করেছেন। অন্যদিকে পেলের সাবেক ক্লাব সান্তোস ও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিবৃতি দিয়ে পেলের সুস্থতা কামনা করেছে।
বিশ্বের শক্তিশালী সব দেশের সাথে লড়াই করে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে বহুদিন ধরেই কোলন ক্যান্সারের সাথে লড়াই করছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচারের মাধ্যমে পেলের কোলন থেকে টিউমার সরানো হয়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি এ ফুটবলার। তবে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ২৯ নভেম্বর কেমোথেরাপি নিলেও অবস্থার অবনতি হওয়ায় পেলেকে 'প্যালিয়েটিভ কেয়ার'-এ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
- সূত্র- বিবিসি, সিএনএন