পেলে-উই সিলারদের ছাড়িয়ে রোনালদোর ইতিহাস

প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন বেশ আগেই। আলী দাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ম্যাচেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া ক্লাব ফুটবলে ভুড়ি ভুড়ি গোল করে কতোই না সাফল্য ঝুলিতে পুরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! এবার বিশ্বকাপের ইতিহাস নতুন করে লিখলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো। এ পথে তিনি ছাড়িয়ে গেলেন জার্মানির কিংবদন্তি উই সিলার, ব্রাজিলের অবিসংবাদিত ফুটবলার পেলে ও জার্মানির আরেক সাবেক ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসাকে। এই তিন সাবেক ফুটবলারই চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছিলেন।
২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলে আসা রোনালদো পাঁচ বিশ্বকাপে আটটি গোলের মালিক হলেন। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে ৩১তম মিনিটেই ইতিহাস লিখতে পারতেন রোনালদো। এ সময় বল জালেও জড়ান তিনি। কিন্তু ডি-বক্সে ফাউল করে বল দখল করায় গোলটি বাতিল করেন রেফারি।
৬৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বল নিয়ে বাঁ পাশ দিয়ে ঘানার ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। বল দখলের লড়াইয়ে রোনালদোকে ফাউল করেন ঘানার মোহামেদ সালিসু, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে অমরত্বের পথে পা বাড়ান রোনালদো। এই গোলে প্রতিদ্বন্দ্বী মেসিকেও ছাড়িয়ে গেলেন তিনি। এই ম্যাচের আগে বিশ্বকাপে সমান সাত গোলের মালিক ছিলেন বর্তমান সময়ের এই দুই সেরা ফুটবলার।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন উই সিলার। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করেন জার্মানির এই প্রয়াত ফুটবলার। একইভাবে এই চার বিশ্বকাপে গোল করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে।
১৯৭০ বিশ্বকাপে ৩ জুন একই সময়ে জার্মানি ও ব্রাজিলের ভিন্ন ভিন্নম্যাচ ছিল। উই সিলার ৫৬তম মিনিটে গোল করেন, পেলে গোল করেন ৫৯তম মিনিটে। তিন মিনিট আগে রেকর্ডটির মালিক হন উই সিলার। অনেক পরে এসে ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গোল করে উই সিলার, পেলেদের পাশে নিজের নাম বসান ক্লোসা। এবার সবাইকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো।