ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষা

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটভক্তদের কাছে বিশেষ কিছু। এই ম্যাচ নিয়ে আগ্রহের সীমা নেই তাদের। যদিও দীর্ঘ সময় ধরে সিরিজ খেলে না দল দুটি। তাই তাদের ম্যাচের সংখ্যাও কম। এশিয়া কাপের কল্যাণে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
রাজনৈতিক বৈরীতার কারণে লম্বা সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। সর্বশেষ ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলে ক্রিকেটের এই দুই পরাশক্তি। তাই এই ম্যাচ দেখতে আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপের জন্য অপেক্ষা করতে হয় সবাইকে। দেশ দুটি নিজেদের মধ্যে সর্বশেষ টেস্ট খেলেছে ২০০৭ সালে। ওয়ানডে ২০১৯ সালে এবং টি-টোয়েন্টি গত বছরের অক্টোবরে।
১৯৫২ সালে টেস্ট দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তখন থেকেই বাড়তি উত্তেজনা ভারত-পাকিস্তান লড়াই নিয়ে। সেই উত্তাপ এই আধুনিক যুগে এসেও একটুও কমেনি, বরং আরও বেড়েছে। নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ না হওয়াতেই উত্তাপ আরও বেড়েছে।
সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয় ভারত-পাকিস্তানের। এরপর থেকেই ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ১০ মাস পর এসে সেই অপেক্ষা শেষ হচ্ছে ক্রিকেট ভক্তদের। ভক্তকের কাছে এই ম্যাচের অন্যরকম আবেদন থাকলেও দুই দেশের সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন, এই ম্যাচটি অন্য আর দশটি ম্যাচের মতোই।
অন্য ম্যাচের মতো বলা হলেও ক্রিকেটাররা যে চাপ অনুভব করেন, সেটাও মানেন তারা। ভারতের অধিনায়ক রোহিত শর্মাই যেমন এই ম্যাচের চাপের কথা অকপটেই স্বীকার করে নিয়েছেন। ম্যাচের আগের দিন অভিজ্ঞ এই ওপেনার বলেছেন, 'সবাই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ এটি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দলের পরিবেশ স্বাভাবিক রাখতে চাই।'
পাকিস্তানকে অন্য প্রতিপক্ষের মতো করেই দেখছেন জানিয়ে রোহিত বলেন, 'এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনোদিন পাকিস্তানের বিপক্ষে খেলেনি বা মাত্র একটি-দুটি ম্যাচে খেলেছে, তাদের ভালো করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ বিপক্ষের মতোই দেখছি। তবে ম্যাচ জিতেই মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।'
একই সুরে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। তার ভাষায়, 'অন্যান্য ম্যাচের মতো হলেও, ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি চাপ এমনতিতেই চলে আসে। এই চাপকে সামলেই লড়াই করতে হয় ক্রিকেটারদের। কারণ সকলেই জানে, এমন ম্যাচের গুরুত্ব কতো বেশি। তাই জয়ের জন্য মুখিয়ে থাকে ক্রিকেটাররা। এবারও আমরা জয়ের জন্য মাঠে নামব।'
দারুণ স্মৃতি নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। নিজেদের মধ্যে সর্বশেষ লড়াইয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে উড়িয়ে দিয়েছিলো পাকিস্তান। বাবর ও রিজওয়ানের অসাধারণ ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। যা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। সেই জয় অনুপ্রেরণা যোগাচ্ছে জানিয়ে বাবর বলেন, 'আমরা সর্বশেষ ম্যাচে জিতেছিলাম। যেভাবে ভারতকে হারিয়েছিলাম, তা প্রশংসা করার মতোই ছিলো। ওই জয় আমাদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।'
যদিও পেছনে তাকাচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত, নতুন শুরুতে দৃষ্টি তার। তিনি বলেন, 'গত বিশ্বকাপে আমরা হেরেছিলাম। ওই ম্যাচে আমরা দল হিসেবে মোটেও ভালো খেলতে পারিনি। এ ধরনের ম্যাচে নিজেদের সেরাটা দিতে হয়। তবে অতীতে কী হয়েছে, তা নিয়ে এখন আর আমরা ভাবছি না। শূন্য থেকে আবার এশিয়া কাপে শুরু করতে চাই। অতীতে কবার দুই দেশ মুখোমুখি হয়েছে এবং কে বেশি জিতেছে, এ ধরনের পরিসংখ্যান থাকবে। কিন্তু ম্যাচের দিন দুই দলকেই প্রথম থেকে শুরু করতে হবে।'
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ৬ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ২ ম্যাচে। একটি ম্যাচ টাই হয়। এশিয়া কাপে ১৪ বার দেখা হয়েছে এই দুই দলের। এর মধ্যে ৮ ম্যাচে জিতেছে ভারত, পাকিস্তান ৫ ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলী, নাসিম শাহ, শাহনেয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুদা ও যুজবেন্দ্র চাহাল।