ট্রল-সমালোচনা নিয়ে ভাবছেন না ‘এ’ দলের অধিনায়ক মিঠুন

হয়ে উঠেছিলেন জাতীয় দলের নিয়মিত সদস্য, কিন্তু বাজে ফর্মে যে বাদ পড়েছেন আর ফেরার সুযোগ হচ্ছে না। মোহাম্মদ মিঠুন বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২০ জুলাই। এক বছরের বেশি সময় ধরে ডানহাতি এই ব্যাটসম্যান কেবল ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন। জাতীয় দলের বাইরে থাকা এই এক বছরে কঠিন সময়ই পার করতে হয়েছে মিঠুনকে। একে তো দলের বাইরে, তার ওপর আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের শেষ ছিল না।
খেই হারাননি মিঠুন, দৃষ্টি সামনে রেখে লড়াই চালিয়ে গেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে আসার পর সুযোগ পেয়েছেন বাংলাদেশ টাইগার্সে অনুশীলন করার। এবার তিনি দায়িত্ব পেয়েছে বাংলাদেশ 'এ' দলের। তার নেতৃত্বেই দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে 'এ' দল। ক্যারিবীয় দীপপুঞ্জের উদ্দেশে আগামীকাল সন্ধ্যায় দেশ ছাড়বে দলটি।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর লম্বা সময় ধরে সমালোচনা আর ট্রল হজম করতে হয়েছে মিঠুনকে। এবার 'এ' দলে নেতৃত্ব পাওয়ায় আবারও সমালোচনার মুখে পড়তে হবে তাকে? ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগেরদিন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু মিঠুন এসব ট্রল বা সমালোচনা নিয়ে একেবারেই ভাবছেন না। তার একটাই লক্ষ্য, নেতৃত্বের দায়িত্ব শতভাগ দিয়ে পালন করা।

মোহাম্মদ মিঠুন বলেন, 'সর্বশেষ স্মৃতি যদি আমার মনে পড়ে তাহলে বিসিএল, ওখানেই সবশেষ খেলেছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর মত সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। এটা আমি অনুভব করি। সেটা সামলানোর মতো আমার মানসিক দৃঢ়তা থাকতে হবে, আমার একটা পথ জানা থাকতে হবে। সেটা অনেক পুরাতন কথা।'
'নিজেকে কীভাবে ম্যানেজ করতে হবে, এর জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। পেয়ে আমি আবার ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি, সেখানেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।' যোগ করেন বাংলাদেশের হয়ে ১০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।
জাতীয় দল না হলেও 'এ' দলের গুরুত্ব একটুও কম নয় মিঠুনের কাছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, 'আমরাও বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে আগেও খেলেছি। ভবিষ্যতে জাতীয় দলে যারা খেলবে, ওদের 'এ' দলে তারাই খেলে। 'এ' দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী। আশা করি, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। ওখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক মানের না হলেও কাছাকাছি কিছুটা ফ্লেভার পাওয়া যাবে।'

টেস্টে বাংলাদেশের বেহাল দশা। ঘরে-বাইরে সবখানেই হেরে চলেছে দল। টেস্টে ভালো করতে 'এ' দল থেকেই সমাধান খুঁজে বের করার কথা বলছেন এই সফরে দলের ম্যানেজার ও বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক এই স্পিনার বলেন, 'আপনারা সবাই টেস্টে আমাদের অবস্থা জানেন। আমরা চেষ্টা করব এখান থেকেই যেন (সমাধান বের করা যায়)।'
'জাতীয় দলে যারা খেলে, 'এ' দল থেকেই আসে। তারাও যেন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে। জাতীয় লিগ হয়, বিসিএল হয়, তবে আমার মনে হয় 'এ' দলের সিরিজ আরও বেশি প্রতিযোগিতামূলক। যেহেতু সেটা আরেকটা দেশের বিপক্ষে খেলা। টেস্টর একটা স্বাদ পাওয়া, আবহ বোঝা, বাইরে খেলা, বাইরের দলের বিপক্ষে খেলা, যেন আগে থেকে তৈরি থাকতে পারে এই ধরনেরই একটি চাওয়া।' যোগ করেন তিনি।