‘ইতিহাস লিখেছি, আবারও ইতিহাস লিখব’
জুভেন্টাস ছেড়ে চিরচেনা ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পোর্টিং লিজবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমিয়ে বিশ্ব শাসনের শুরু করেছিলেন পর্তুগিজ এই তারকা। তারকা হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে রোনালদো হয়ে ওঠেন মহাতারকা। ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই ম্যান ইউতেই পাড়ি জমিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
চেনা আঙিনায় ফিরতে পেরে আবেগাপ্লুত রোনালদো। প্রিয় ম্যান ইউর হয়ে ইতিহাস গড়া তারকা এই স্ট্রাইকার আরও একবার ইতিহাস গড়ার অপেক্ষায়। দুই বছরের চুক্তিতে ম্যান ইউতে নাম লেখানোর পর এমনই ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী।
ম্যান ইউতে কাটানো সোনালী সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোনালদো তার ভবিষ্যত পরিকল্পনাসহ প্রিয় ক্লাব নিয়ে আবেগের কথা লিখেছেন। তার পোস্টটি তুলে ধরা হলো-
'আমাকে যারা চেনে, তারা সবাই জানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার অশেষ ভালোবাসার কথা। যে বছরগুলো আমি এই ক্লাবে কাটিয়েছি, সেগুলো ছিল খুবই চমৎকার এবং যে পথ আমরা একসঙ্গে পাড়ি দিয়েছিলাম, তা এই মহান ও বিস্ময়কর প্রতিষ্ঠানের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে।
আমার ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে। এ মুহূর্তে আমার অনুভূতি কেমন, তা বর্ণনা শুরু করতেও পারছি না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে যাওয়ার এতদিন পর আবারও এখানে ফিরতে পারা স্বপ্ন পূরণের মতো। এমনকি আমি যখনই ম্যান ইউর বিপক্ষে খেলতে নেমেছি, সব সময় গ্যালারির সমর্থকদের ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করেছি।
আমার প্রথম ঘরোয়া লিগ শিরোপা, প্রথম লিগ কাপ এবং পর্তুগাল দলে আমার প্রথম ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়, প্রথম গোল্ডেন বুট পাওয়া এবং আমার প্রথম ব্যালন ডি'অর- এর সব কিছুর জন্ম হয়েছে রেড ডেভিলস ও আমার বিশেষ সম্পর্কের মধ্য দিয়ে। অতীতে ইতিহাস লেখা হয়েছে এবং আবারও লেখা হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি।
আমি ঠিক এখানে! সেখানে ফিরে এসেছি, যেটি আমার ঠিকানা! চলো, তাহলে আবার হয়ে যাক।'
