সেরা দলে মেসি-নেইমার, নেই রোনালদো
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার; সময়ের সেরা তিন ফুটবলার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে এবার সেরা বিবেচনা করা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলে মেসি, নেইমার থাকলেও জায়গা হয়নি রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ আসরে পারফরম্যান্সের ভিত্তিতে উয়েফার টেকনিক্যাল অবজারভাররা ২৩ সদস্যের দল গঠন করেছেন। এই সেরা দলটি উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এই দলে শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখের জয়জয়কার। গোলরক্ষক থেকে শুরু করে রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণভাগ; সবখানেই রাখা হয়েছে বায়ার্নের ফুটবলারদের। বায়ার্নের সর্বোচ্চ ৯ জন ফুটবলার জায়গা পেয়েছেন এই দলে। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের একজন ফুটবলারেরও।
তিনজন গোলরক্ষকের জায়গা হয়েছে এই দলে। অবধারিতভাবেই আছেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বাকি দুজন গোলরক্ষক হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক এবং অলিম্পিক লিওঁর অঁতনি লোপেজ।
রক্ষণভাগে বায়ার্নের তিনজন ফুটবলার আছেন। তারা হলেন আলফোনসো ডেভিস, জসুয়া কিমিচ ও দাভিদ আলাবা। এ ছাড়া জায়গা হয়েছে লিভারপুলের ভার্জিল ফন ডাইক, লাইপজিগের দাইয়ু উপামিকানো, আনহেলিনোদের।
মাঝমাঠেও আছেন বায়ার্নের তিনজন ফুটবলার। টমাস মুলার, থিয়াগো আলকান্তারা, লেয়ন গোরেটস্কাদের সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে, লিওঁর হোসাম আউয়ার, লাইপজিগের মার্সেল জাবিৎসার, পিএসজির মার্কিনিয়োস ও আটালান্টার দারিও গোমেজ।
আক্রমণভাগে আছেন বায়ার্নের হয়ে এবারের আসরে সর্বোচ্চ গোল করা বরাট লেভানডোভস্কি ও সার্গে জিনাব্রি। পিএসজি থেকে জায়গা হয়েছে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের। এ ছাড়া বার্সেলোনার একমাত্র ফুটবলার হিসেবে মেসি ও ম্যান সিটির রহিম স্টার্লিং আছেন সেরা এই দলে।
২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ) ও অঁতনি লোপেজ (অলিম্পিক লিওঁ)।
ডিফেন্ডার: আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দাইয়ু উপামিকানো (লাইপজিগ) ও আনহেলিনো (লাইপজিগ)।
মিডফিল্ডার: টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ) ও লেয়ন গোরেটস্কা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), হোসাম আউয়ার (লিওঁ), মার্সেল জাবিৎসার (লাইপজিগ), মার্কিনিয়োস (পিএসজি), দারিও গোমেস (আতালান্তা)।
ফরোয়ার্ড: রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ), সার্গে জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) ও রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।
