সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউজিল্যান্ডে

জরুরি পারিবারিক প্রয়োজনের কথা উল্লেখ করে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। তার ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে।
শনিবার বিকালে জানানো হয় নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব। মৌখিকভাবে বিসিবিকে বিষয়টি জানানোর পরও সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে বিসিবি। কিন্তু দল ঘোষণার ঘণ্টা খানেক পর পারিবারিক কারণ উল্লেখ করে ছুটির আবেদন করেছেন সাকিব। দুদিন পর মঞ্জুর হলো তার আবেদন।
সোমবার ঢাকার একটি হোটেলে জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা করার কথা ছিল নাজমুল হাসানের। কিন্তু কোয়ারেন্টিন শেষ না হওয়ায় সালমা-জাহানারাদের সঙ্গে দেখা হয়নি তার। পরে বিপিএলসহ আরও কয়েকটি বিষয় নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে সেখানে সভা করেন বিসিবি সভাপতি। এরপর সাংবাদমাধ্যমের কথা বলেন তিনি। সাকিবের ছুটি মঞ্জুর হয়েছে কিনা? এমন প্রশ্ন করা হলে নাজমুল হাসান বলেন, 'অবশ্যই, অবশ্যই।'
সাকিবরে ছুটির ব্যাপারটি নিয়ে সমন্বয়হীতার প্রশ্ন তোলা হয়। কারণ জানানোর পরও তাকে নিয়েই দল ঘোষণা করা হয়। যদিও বিসিবি সভাপতি তেমন মনে করেন না। তার মতে, আনুষ্ঠানকিভাবে না জানালে দ্বিধার তৈরি হয়।
নাজমুল হাসান বলেন, 'আনঅফিসিয়ালি জানতাম। এতোদিন ধরে সবকিছু আনঅফিসিয়ালিই হয়ে আসছে। তাই অনেক কনফিউশনের সৃষ্টি হয়। এই কনফিউশন যেন না হয় এই কারণে জোড় দিয়ে বলা হচ্ছে যেন তারা আনুষ্ঠানিকভাবে জানায়।'
এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব। ২০১৯ সালের শুরুতে চোটের কারণে নিউজিল্যান্ডে যেতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। চলতি বছরের শুরুতে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এবার পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যাচ্ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।
আগামী জানুয়ারি থেকে ছুটির ব্যাপারে ক্রিকেটারদের আগেই জানাতে হবে, তাইলেই কেবল ছুটি মিলবে। নাজমুল হাসান বলেন, 'আগে থেকেই বলে আসছি, কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায়; আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তা আনুষ্ঠানিকভাবে হতে হবে। আগাম জানতে চাই, হঠাৎ করে এলে আমাদের জন্য কঠিন। জানুয়ারি থেকে আমরা যা করছি, যদি কারও বিশ্রাম, বিরতি লাগে, আমাদের আগে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে প্রস্তুত করতে পারব।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। জানানো হয়, গ্রেড-১ এর ইনজুরি থাকায় পরের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। সেখানেই চলে তার পুববার্সন প্রক্রিয়া।
পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু ফিট না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। গত সোমবার ফিটনেস টেস্টে পাস করায় পাকিস্তানের বিপক্ষে তাকে নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলেও এবার কোয়ারেন্টিনের নিয়ম কিছু শিথিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।